মোঃ জহুরুল ইসলাম সৈকত, বগুড়া জেলা প্রতিনিধিঃ-
মঙ্গলবার (১৩ই জুলাই) সকাল সোয়া ৭ টায় বগুড়া সদরের গোকুল বন্দরে রংপুর থেকে পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী মেহেদী হাসান রিপন (৩০) ঘটনাস্থলেই নিহত হয়।
সে বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের বুজরুক মাঝিড়া মন্ডলপাড়া গ্রামের (পাকুড়তলা) দুলাল মন্ডলের ছেলে ও ইউপি সদস্য আব্দুস ছামাদ মন্ডলের ভাতিজা।
নিহত রিপন সে বগুড়া সরকারী আজিজুল হক কলেজ থেকে রাষ্ট্র বিজ্ঞান বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত আছেন। তার পাশাপাশি বেসরকারি একটি প্রতিষ্ঠান টি এম এস এস এ কিছুদিন হলে চাকুরীতে যোগদান করেছেন।
স্থানীয় পরিবারের সূত্রে জানা যায় যে, নিহত রিপন পড়াশোনার পাশাপাশি বেসরকারি একটি প্রতিষ্ঠানে সিকিউরিটি সুপারভাইজার হিসেবে চাকুরি করতেন।
সকালে কাজে যোগদান করার জন্য বাসা থেকে রওনা হলে বগুড়া রংপুর মহাসড়কের গোকুল ইউনিয়ন পরিষদের সামনে বালু বোঝাই ট্রাকের ধাক্কা লাগে তার মোটরসাইকেলে, এতে করে ঘটনাস্থলেই মারা যায় রিপন।
এদিকে বালু বোঝাই ট্রাকের নং কুষ্টিয়া ট-১১-১৩৯৩, এর ডাইভার ও হেল্পার দুজনে পালিয়ে যায়।
হাইওয়ে থানা পুলিশের ওসি খাইরুল ইসলাম জানান যে দূরঘটনায় রিপন নামে একজন ব্যক্তিকে সনাক্ত করা হয়েছে। ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করা হয়েছে।