মোঃ জহুরুল ইসলাম সৈকত, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়া সদর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেসরকারী ফলাফলে যারা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তারা হলেন, শাখারিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী প্রভাষক এনামুল হক রুমি। নুনগোলা ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব বদরুল আলম। নামুজা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, লাহিড়ীপাড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আপেল মাহমুদ, গোকুল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জিয়াউর রহমান, শেখেরকোলা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ মৃধা, সাবগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ফরিদ উদ্দিন এবং নিশিন্দারা স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলাম। স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে যোগাযোগ করে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
তবে, বেশ কয়েকটি ইউনিয়নের দু-একটি কেন্দ্রে ভোট গননা নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় সেখানকার ভোটগুলো নিয়ে উপজেলা পরিষদ আনা হয়েছে বলে বিজয়ী প্রার্থীরা জানিয়েছেন। ভোট গণনা নিয়ে কোন ষড়যন্ত্র মেনে নিবেন না বলেও তারা গণমাধ্যমকে জানান।