1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
বগুড়া সদর হরিপুর বন্দরে মিলন বাহিনীর চাঁদাবাজি বন্ধের দাবিতে সড়ক অবরোধ - dainikbijoyerbani.com
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৮:০২ অপরাহ্ন
ad

বগুড়া সদর হরিপুর বন্দরে মিলন বাহিনীর চাঁদাবাজি বন্ধের দাবিতে সড়ক অবরোধ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৭২ Time View

মোঃ জহুরুল ইসলাম সৈকত, বগুড়া প্রতিনিধিঃ-

শনিবার (৩ রা সেপ্টেম্বর ২০২২ইং) সকাল ১০ টায় বগুড়া সদরের গোকুল ইউনিয়নের হরিপুর বন্দরে বগুড়া নামুজা পাকা রাস্তা বন্ধ করে দিয়ে চাঁদাবাজ মিলন বাহিনী ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে এলাকার কয়েকশত হিন্দু পরিবারের লোকজন রাস্তা অবরোধ ও মানব বন্ধন এবং বিক্ষোভ করে, সকাল১১ টায় গোকুল ইউপি চেয়ারম্যান ও সদর থানা পুলিশের আশ্বাসে চাঁদাবাজদের আইনের আওতায় নিয়ে এসে শাস্তি প্রদানের ভিত্তিতে অবরোধ তুলে নেওয়া হয়।

এলাকার হিন্দু সম্প্রদায়ের শ্রী অশোক মাষ্টার, অনিল, নিত্য, উত্তম, শ্রী মলয় সাংবাদিকদের জানান গোকুল ইউনিয়নের রামশহর গ্রামের শাহজাহান কসায়ের পুত্র মিলন বাহিনীর অত্যাচারে আমরা হিন্দি সম্প্রদায়রের খেটে খাওয়া সাধারণ মানুষ অতিষ্ট, আমরা কোন ধর্মীয় অনুষ্ঠান বা নিজেদের বিয়ে সাদি ও সন্তানদের বিবাহ অনুষ্ঠান করতে গেলে তার বাহিনীকে মোটা অংকের চাঁদা দিতে হয়। না দিলে ভয়ভিতি ও খুন জখমের হুমকি প্রদান করে। আমরা হিন্দু মানুষ সংখ্যায় কম, ত্দের ভয়ে কাউকে কিছু বলতে পারিনা।

আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। মিলন বাহিনীর অন্যান্য সদস্যরা হলো হাজরাদিঘি গ্রামের আলমের পুত্র রকি, সরলপুর সরদার পাড়া গ্রামের ধলুর পুত্র কামরুল, রামশহর গ্রামের নজরুলের পুত্র সবুজ,, তারেক, বাঘোপাড়া , সহ অজ্ঞাত ৫/৭ জন। এদেরকে অবিলম্বে গ্রেপতার না করলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষনা দেওয়া হয়।

রাস্তা অবরোধে সংবাদ পেয়ে গোকুল ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়। সদর থানার এসআই শাামীম, উপশহর পুলিশ ফাড়ীর এ এসআই আঃ রশিদ সংগীয় ফোর্স সহ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে রাস্তায় গাড়ি চলাচর স্বাভাবিক করে হিন্দু পরিবারের নেতৃবৃন্দকে চাঁদাবাজদের নামে একটি অভিযোগ দিতে বলেন এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি