জহিরুল ইসলাম
স্টেডিয়াম পুলিশ ফাঁড়ীর টিম বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মো: আলী আশরাফ ভূঞা বিপিএম বার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়
বগুড়া জেলা পুলিশের সদর সার্কেলের সুদক্ষ অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো: ফয়সাল মাহমুদ স্যারের তত্বাবধানে
বগুড়া সদর থানার চৌকস অফিসার ইনচার্জ জনাব মো: সেলিম রেজা স্যারের নির্দেশনায়
বগুড়া সদর থানাধীন পুরান বগুড়া কলেজ নগর পাড়াস্থ জনৈক মো: বাবু এর নির্মানাধীন নতুন বিল্ডিং এর নিচ তালার সিড়ির পশ্চিম পার্শ্বের ঘরের মধ্যে জুয়া খেলা অবস্থায় হাতে নাতে তিন জুয়াড়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃত ব্যক্তিরা হলেন পুরান বগুড়া কলেজ নগর পাড়ার ১। মো: মিন্টু ওরফে গবরা(৪৫), পিতা-মো: বেলাল ফকির, ২। মো: আশরাফ খাঁ(৪২), পিতা-মৃত খাজামুদ্দীন মন্ডল, উভয় সাং-পুরান বগুড়া দক্ষিন পাড়া, ৩। মো: রহিদুল ইসলাম মন্ডল(৪৫), পিতা-মৃত ময়েন উদ্দিন, স্থায়ী সাং-কাতলামারী পূর্বপাড়া, থানা-ফুলছড়ী, জেলা-গাইবান্ধা, বর্তমান সাং-পুরান বগুড়া কলেজনগর, সর্বথানা+জেলা-বগুড়া গনদের গত ২৩/০৭/২০২১ তারিখ রাত্রী ২৩.১৫ ঘটিকার সময় স্টেডিয়াম পুলিশ ফাড়ীর ভারপ্রাপ্ত ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক মো; খোরশেদ আলম, সর্ঙ্গীয় এএসআই মো: হাসান আলী ও ফোর্সসহ পুরান বগুড়া কলেজ নগর পাড়ায় জুয়া বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে ০৩ জুয়াড়ীকে জুয়া খেলা অবস্থায় উল্লেখিত ঘটনাস্থল হইতে হাতে নাতে গ্রেফতার করা হয়।
জুয়া খেলার আসর হইতে আলামত হিসেবে ১। ০৩ তিন সেট জুয়া খেলার তাস, ২। নগদ ১১,১০০/- (এগারো হাজার একশত)টাকা, ০২ দুইটি প্লাষ্টিকের সাদা কাটা বস্তা ও দুইটি মোবাইল ফোন উদ্ধার পূর্বক ঘটনা স্থলে জব্দ করা হয়। ভারপ্রাপ্ত ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক মো: খোরশেদ আলম এর নেতৃত্বে স্টেডিয়াম পুলিশ ফাড়ীর টিম গ্রেফতার কৃত জুয়ারী ও উদ্ধার কৃত আলামত সহ বগুড়া সদর থানায় হাজির হইয়া জুয়ারীদের বিরুদ্ধে জুয়া আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়। আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
স্টেডিয়াম পুলিশ ফাঁড়ীর টিম নিয়মিত মাদক ব্যবসায়ী, মাদক সেবী, সহ পেশাদার জুয়াড়ীদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করিতেছে।
স্টেডিয়াম পুলিশ ফাঁড়ী এলাকায় মাদক ব্যবসায়ী, মাদক সেবী, সন্ত্রাসী, পেশাদার জুয়াড়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করা হয়েছে।