বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর প্রতিবাদে বরিশালে মানববন্ধন
পলাশ চন্দ্র দাস: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বরিশালে পৃথক মানববন্ধন করেছে জেলা ও মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।
শনিবার সকাল সাড়ে ১১টায় নগরীর নাজিরের পোল এলাকায় জেলা চেম্বারের এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। তাদের সাথে যোগ দেয় ওমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সদস্যরা।
জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মো. সাইদুর রহমান রিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন চেম্বারের সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন মানিক, আমিনুর রহমান ঝান্ডা, ভানুলাল দে এবং ওমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি বিলকিস আহমেদ লিলি প্রমুখ।এদিকে প্রায় একই সময় নগরীর দক্ষিণ সদর রোডের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় পৃথক মানববন্ধন করে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।
মানববন্ধনে বক্তব্য রাখেন মেট্রো চেম্বারের নেতা রেজিন-উল কবির, রতন চৌধুরী ও আলী হোসেনসহ অন্যান্যরা। পৃথক মানববন্ধনে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ইতিহাসের জঘন্যতম অধ্যায় সৃষ্টি হয়েছে। এটা কিছুতেই মেনে নেয়া হবে না। মৌলবাদীদের অপতৎপরতা বন্ধে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় পৃথক মানববন্ধনে।