বায়জিদ হোসেন, মোংলাঃ
বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল মানবিক ও সমতাভিত্তিক সমাজ বিনির্মাণ। কিন্তু বৈষম্যমূলক সমাজ এখনো আছে। সেটি কি আমাদের কাঙ্ক্ষিত ছিল? সেই সমাজ কি আমরা চেয়েছিলাম? চাইনি। শেখ মুজিবুর রহমান নিজেই একটি আদর্শ, একটি দর্শন, তিনি চিরঞ্জীব। তাই বঙ্গবন্ধুর আদর্শ ও দর্শনকে ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। মোংলা পৌর ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ এবং সকল সহযোগী সংগঠনের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তার এ কথা বলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টে সপরিবারে জাতির পিতাকে হত্যা করার মধ্যে দিয়ে স্বাধীনতার পরাজিত শক্তিরা দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। কিন্তু ১৯৯৬ সালে সরকার গঠনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ বিরোধীদের সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে দেশকে উন্নত রাষ্ট্রে উত্তরণের জন্য মনোনিবেশ করেন।
বক্তারা বলেন, বঙ্গবন্ধুর জীবনী বিশ্লেষণের মাধ্যমে বোঝা যায় যে তিনি ছিলেন নির্লোভ, নির্মোহ ও অদম্য সাহসী রাজনীতিবিদ, যিনি একাধারে বিশ্বমানবতার প্রতীক এবং মুক্তিকামী মানুষের নেতা। তিনি আমাদেরকে একটি স্বাধীন দেশ, বিজয় পতাকা এবং পরিপূর্ণ দলিল হিসেবে বাহাত্তরের সংবিধান দিয়েছেন। দেশ মাতৃকার মুক্তির জন্য বঙ্গবন্ধুর সুদীর্ঘ ২৩ বছরের আন্দোলন সংগ্রামের কথা উল্লেখ করে বক্তারা বলেন, রাজনীতিবিদ সহ সকলের বঙ্গবন্ধুর গুণাবলী আত্মস্থ করা ও আত্মবিশ্লেষণ করা প্রয়োজন। তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর গুণাবলী অনুসরণ করে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে আত্মনিয়োগ করার আহ্বান জানানো হয়। বৃহস্পতিবার (২৫ আগষ্ট) বিকেল ৫ টায় মোংলা পোর্ট পৌর সভার ৯ নং ওয়ার্ডের কাওয়াড়াতলায় আয়োজিত
আলোচনা সভায় ওয়ার্ড আ'লীগের সহ- সভাপতি জব্বার ফরাজী'র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা রাখেন মোংলা পোর্ট পৌরপৌরসভার মেয়র শেখ আঃ রহমান, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক মো.ইব্রাহীম হোসেন, পৌর আ'লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কামরুজ্জামান জসিম, উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. ইস্রাফিল হাওলাদার, পৌর আ'লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন মিলন, পৌর আ'লীগের যুগ্ন-সাধারন সম্পাদক কাজী গোলাম হোসেন বাবলু, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির উপ-দপ্তর সম্পাদক মো. ইমরান শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ'র সভাপতি ইমরান বিশ্বাস, পৌর মহিলা যুবলীগ এর সভাপতি সুমীলীলা, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আল-মামুন, মোংলা পৌর ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মজনু গাজী, ৫ নং ওয়ার্ডের মো.শরিফুল ইসলাম ৭.৮.৯ নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর সিউলি আকন, পৌর যুবলীগের
সহ - সভাপতি মো. জামাল হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন রানা, প্রমূখ। এ সময় আওয়ামীলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধু পরিবারের সদস্য সহ ‘৭৫-এর ১৫ আগস্ট শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশ ও জাতির সার্বিক উন্নয়ন ও অগ্রগতি কামনা করা হয়। পরে উন্নত মানের খাবার বিতরণ করা হয়।