বাগেরহাট প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও তার রাজনীতিকে ধর্ম সমন্বয়ের পথেই নিয়ে গেছেন এবং একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ তৈরির চেষ্টা করেছিলেন। তিনি ছিলেন অসাম্প্রদায়িক বাংলাদেশের কারিগর। তার রাজনৈতিক চরিত্র বিশ্লেষণ করলে আমরা দেখতে পাবো- সব সময়ই একটি অসাম্প্রদায়িক রাজনীতির দিকে টান ছিল বঙ্গবন্ধুর। মোংলা প্রেস ক্লাবের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। মোংলা প্রেস ক্লাবে সাবেক সভাপতি এইচ, এম, দুলাল’র সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক মোঃ নুর আলম শেখ’র সঞ্চালনায় রবিরার (১৫ আগস্ট) মোংলা প্রেসক্লাব চত্বরে জাতীয় শোক দিবস উপলক্ষে অয়োজিত আলোচনা সভা অনুষ্টিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা নির্বাহি কর্মকর্তা কমলেশ মজুমদার, বিশেষ অতিধি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম হোসেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাংবাদিক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, সাবেক সাধারণ সম্পাদক হাসান গাজী, মনিরুল ইসলাম, মনিরুল ইসলাম দুলু, মোঃ মনির হোসেন, মোংলা উপজেলা ছাত্রলীগের সভাপতি শিকদার ইয়াছিন আরাফাত প্রমূখ। পরে বঙ্গবন্ধু সহ ১৫ আগস্টে নিহত সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
Leave a Reply