1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
বঙ্গবন্ধু শেখ মুজিবুর ছিলেন বলেই-স্বাধীন দেশ পেয়েছি মুক্তিযোদ্ধা শাহজাহান খান এমপি। - dainikbijoyerbani.com
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৫৮ পূর্বাহ্ন
ad

বঙ্গবন্ধু শেখ মুজিবুর ছিলেন বলেই-স্বাধীন দেশ পেয়েছি মুক্তিযোদ্ধা শাহজাহান খান এমপি।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৮১ Time View

জাকির হোসেন সুমন সিলেট ব্যুরোঃ

সিলেট জেলা পরিষদের হলরুমে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ পালন উপলক্ষে। সাবেক নৌ-পরিবহন মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান,বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা শাহজাহান খান এমপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে এই দেশ স্বাধীন হতো না।

বঙ্গবন্ধু ছিলেন বলেই আমরা স্বাধীন দেশ পেয়েছি। ১৯৭১ সালে পাক-হানাদারদের বিরুদ্ধে বঙ্গবন্ধু রুখে দাড়িয়ে ছিলেন। দেশকে স্বাধীন করতে তিনি দেশের জনগণকে পাকিস্তানী হানাদার বাহিনীর সাথে মুক্তিযুদ্ধ করার আহ্বান জানান। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে সাধারণ মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পরে ৯ মাস পাক-হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করে দেশ স্বাধীন করে মুক্তিযোদ্ধারা।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযোদ্ধারা খেয়ে না খেয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পরেছিলেন। তাদের অবদান কোনোদিন ভুলার নয়। এইদেশ যতদিন থাকবে ততদিন মুক্তিযোদ্ধাদের সম্মান দিতে হবে।

তারা জীবন বাজী রেখে যুদ্ধ করে ছিল বলে আজ আমরা স্বাধীন দেশে বসবাস করতে পারছি। আওয়ামী লীগ সরকার যতবার ক্ষমতায় বসে ততবার মুক্তিযোদ্ধাদের কথা চিন্তা করে তাদের সবধরনের সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে সরকার।

সোমবার (৬ সেপ্টেম্বর) সিলেট জেলা পরিষদের হলরুমে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ পালন উপলক্ষে সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগরের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট জেলা ইউনিট কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার,পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবুর সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা তোতা মিয়ার পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মুক্তিযোদ্ধা ওসমান আলী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়াম লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক, সম্মিলিত মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ও যুগ্ম সদস্য সচিব মুক্তিযোদ্ধা এবিএম সুলতান আহমেদ, মুক্তিযোদ্ধা সদর উদ্দিন চৌধুরী, মুক্তিযোদ্ধা নাজমিন হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন,মহানগর ইউনিট কমান্ডের সাবেক ইউনিট কমান্ডার ভবতোষ রায় বর্মন রানা। আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা এডভোকেট বেদানন্দ ভট্টাচার্য্য, মুক্তিযোদ্ধা জনাব আলী,মুক্তিযোদ্ধা খায়রুল ইসলাম, মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, মুক্তিযোদ্ধা ফলিক আহমদ সেলিম, মুক্তিযোদ্ধা নীল কান্ত সিং,মুক্তিযোদ্ধা সুয়েব আহমদ, মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশা প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে জেলা পরিষদের প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্থাপিত ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান অতিথি সহ নেতৃবৃন্দ। মুক্তিযোদ্ধা আব্দুল খালিকের কুরআন তেলাওয়াত, মুক্তিযোদ্ধা বিবেকানন্দ সমাজপতির গীতা পাঠ, সিলেট বৌদ্ধা বিহার আনন্দ ভিক্ষ, ত্রিপিটপাঠ, সিলেট প্রেসবিটারিয়ান চার্চ পবিত্র বাইবেল পাঠ করেন মাদার ডিকন নিঝুম সাংমা। জাতীয় সংগীত ও নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে নৃত্য পরিবেশ করে ললিত মঞ্জুরি নৃত্যদল।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি