বজ্রপাতের শব্দে কলেজ ছাত্রের মৃত্যু
স্টাফ রিপোর্টার
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় হাফিজুর রহমান (২১) নামের এক শিক্ষার্থীর
মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, বজ্রপাতের শব্দে আতঙ্কিত হয়ে সে
মারা গেছে। শনিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ কাজির হাওলা গ্রামে
এ ঘটনা ঘটে।
নিহত হাফিজুর ওই গ্রামের মিজানুর ডাক্তারের ছেলে এবং রাঙ্গাবালী সরকারি
কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া শিক্ষার্থী সে। স্থানীয়রা জানায়,
শনিবার দুপুর ১২ টায় নিজেদের গরুর পানি খাওয়াতে বাড়ির পাশের মাঠে যায়
হাফিজুর। আধাঘন্টা পর ওই মাঠে হাফিজুরকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে
স্থানীয় লোকজন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে মৃত
ঘোষণা করা হয়। নিহতের স্বজন ও স্থানীয়দের ধারণা, ওইসময় আকস্মিক বজ্রপাত হয়।
আর বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কিত হয়ে হাফিজুর স্টোক করে মারা যায়।
এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, ‘খবর পেয়ে আমরা
ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। জেনেছি, সে মারা গেছে। কিন্তু পরিবার বলছে,
এখনও মারা যায়নি। তাকে হাসপাতালে নিয়ে যাবে তারা।’
বার্তা প্রেরক,
সঞ্জীব কুমার সাহা
রাঙ্গাবালী,পটুয়াখালী।
০১৭৩১৮১১১১৬
Leave a Reply