সৈয়দ রাসেল, স্টাফ রিপোর্টার।।
বজ্রপাত মোকাবেলা ও প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষকে রক্ষার লক্ষ্যে কলাপাড়ায় তালের চারা রোপন করা হয়েছে। পরিবেশবান্ধব এ তালের চারাগুলো একদিকে যেমন বজ্রপাতে মৃত্যুহার কমাতে ভূমিকা রাখবে ঠিক তেমনিভাবে সড়কের পাশের সৌন্দর্য বৃদ্ধি করবে।
মঙ্গলবার বিকাল ৫টায় উপজেলা প্রসাশন এস.পি.পি কলাপাড়া উপকূলীয় বন বিভাগ পটুয়াখালীর উদ্যোগে উপজেলা পরিষদ চত্তরে প্রায় অর্ধশতাধিক তালের চারা রোপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, এস.এফ.পি উপকূলীয় বন বিভাগ কলাপাড়া পটুয়াখালীর ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মনিরুল ইসলাম, বাংলা ভিশন অনলাইন ডিজিটাল প্লাটফর্ম, নিউজ এন্ট কারেন্ট অ্যাফেয়ার্স’র নির্বাহী সম্পাদক মোহাম্মদ বদরুল আলম নাবিল, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু।
এস.এফ.পি উপকূলীয় বন বিভাগ কলাপাড়া পটুয়াখালীর ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মনিরুল ইসলাম বলেন, তাল গাছ যুগ যুগ ধরে বজ্রপাত রোধে অবদান রেখে আসছে। যে অঞ্চলে তাল গাছ বেশি সে অঞ্চলে বজ্রপাতে মৃত্যুর সংখ্যাও ততকম। এসব দিক বিবেচনা করে উপজেলার আশ্রয় প্রকল্প, মুজিব কেল্লাহ, বিভিন্ন সড়কের পাশে ধারাবাহিক ভাবে তালের চারা রোপন করবো।
বিশেষজ্ঞদের মতে, উঁচু গাছেই বেশি বজ্রপাত হয়। উঁচু গাছ থাকলে এলাকায় বজ্রপাতে প্রাণহানি লাঘব হয়। বজ্রপাতে মৃত্যু ঠেকানোর জন্য উঁচু তালগাছই সবচেয়ে কার্যকর।
এছাড়া তালগাছ দীর্ঘদিন জীবিত থেকে মানুষের উপকার করে। তালগাছ থেকে ঘর নির্মাণের মূল্যবান কাঠ ও জ্বালানি পাওয়া যায়। এ গাছ রস ছাড়াও কাঁচা ও পাকা সুস্বাদু ফল দিয়ে থাকে।