মোঃ নজরুল ইসলাম বিশেষ প্রতিনিধি বড়আঁচড়া পূর্ব পাড়া বায়তুল মামুর জামে মসজিদে মুসল্লিদের মাঝে জুম্মার দিন মাস্ক বিতরণ করেন মসজিদের সভাপতি ইসরাইল সর্দার ও সেক্রেটারি ইদ্রিস আলী ইদু।শুক্রবার (২০ নভেম্বর) জুম্মার নামাজের আগে এই মাস্ক বিতরণ করা হয়।
ইসরাইল সর্দার বলেন, দেশে দ্বিতীয় ধাপে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় এলাকার সাধারণ মুসল্লিদের কথা চিন্তা করে এই কাজটা করেছি।পাঁচ ওয়াক্ত নামাজ যারা মসজিদে জামায়াতের সাথে পড়তে আসেন তারা অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করবেন। মাস্ক ব্যবহার করলে আমাদের উভয়ের উপকার হবে। মারাত্মক এই ব্যাধি থেকে আমরা পরিত্রাণ পাব।
মুসল্লি আকবার আলী বলেন, এই মাস্ক পেয়ে আমি খুশি হয়েছি। মসজিদে আমরা যারা জামায়াতের সাথে নামাজ আদায় করি আমাদের উচিত লোকজনের মধ্যে আসলে মাস্ক ব্যবহার করা। এতে নিজের যেমন উপকার হবে তেমনি অন্যের ও উপকার হবে।
তারিখ ২০/১১/২০২০
মোবাইল ০১৭১২৯৪৭৮৭১
Leave a Reply