সোহেল মিয়া,দোয়ারাবাজার (সুনামগঞ্জ):
দেয়ারাবাজারে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করছে নরসিংপুর ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি ইউকে।
মঙ্গলবার (২৪ মে) উপজেলার
নসিংপুর ইউনিয়নের বন্যায় দুর্গত
রহিমের পাড়া,সারপিন নগর, খাইরগাঁও,বিরেন্দ্রনগর, ঘিলাছড়া,নরসিংপুর, শ্রিপুর, শ্যামরগাঁও, নাছিমপুর, মন্তাজ নগর,নছরনগর ও দৌলাতপুর গ্রামের বন্যার্তদের মাঝে ১০ কেজি চাল,২ কেজি আলু,১ কেজি পেয়াজ,১ লিটার তেল, ১ কেজি লবন, ১ কেজি মুশুর ডাল,২ প্যাকেট খাবার স্যালাইনসহ এক হাজার টাকার মূল্যে ২৩০ টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করা হয়।
এসময়, নরসিংপুর ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান, নরসিংপুর ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি (ইউকে) উপদেষ্টা আব্দুন নুর (লন্ডন প্রবাসী),
সিরাজুল ইসলাম (লন্ডন প্রবাসী,
মাষ্টার কামাল উদ্দিন, রফিকুর রহমান,সদস্য ফখর উদ্দিন,আব্দুল মনাফ,আফছান উদ্দিন,সাংবাদিক সোহেল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply