ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম
২০০৬সালে, অ্যান্টি লিয়া মামলায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত বম্বে পুলিশের স্পেশাল ফোর্সেস দক্ষ এনকাউন্টার স্পেশালিস্ট প্রদীপ শর্মা কে যাবত জীবন জেল খাটার আদেশ দিয়েছেন মহারাষ্ট্র রাজ্যের বম্বে হাইকোর্টের বিচারপতি রেবতী মোহিত ও গৌরী গডসের ডিভিশন বেঞ্চ। শ্রী প্রদীপ শর্মা ২০০৬সালে, রামনারায়ণ গুপ্তা ওরফে লালনকে এনকাউন্টার করে হত্যা করে। সেই মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে চলেছে প্রদীপ শর্মা। তিনি এর আগে বম্বে নিন্ম আদালত থেকে জামিন পান। কিন্তু অ্যান্টিলিয়াল মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করার রায় আজ ঘোষণা করেন বম্বে হাইকোর্টের বিচারপতি। এই প্রথম ভারতীয় এনকাউন্টার স্পেশালিস্ট কে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করার রায় দিয়েছেন বম্বে হাইকোর্টের বিচারপতি রেবতী মোহিত ও গৌরী গডসে। আজকের তাকে পুলিশের ঘোরাপেটাতে কারাগারে প্রেরণ করা হয়।।