বরগুনা জেলা প্রতিনিধিঃ-
বরগুনার বেতাগী উপজেলার ৬ নং কাজীরাবাদ ইউনিয়নে দীর্ঘ ৪০ বছর পর রেকর্ডিও জমি ফিরে পেয়ে আনন্দিত হয়েছেন মৃত জয়নাল শিকদারের ওয়ারিশ গন। স্থানীয়রা বলেন, এই পরিবারটিকে জায়গা দখলে নিতে গেলে বিভিন্ন সময়ে মিথ্যা মামলার ভয় দেখিয়ে আসছিল এক কুচক্র মহল। অবশেষে কোন ঝামেলা ছাড়াই দীর্ঘ ৪০ বছর পর বাবার রেকর্ডিও জমিতে ফিরে যেতে পেরেছেন এই পরিবারটি। এ বিষয়ে স্থানীয়রা প্রশাসন সহ ৬নং কাজিরাবাদ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সালাউদ্দিন মাহমুদ সুমন কে ধন্যবাদ জানিয়েছেন।
এ বিষয়ে ভুক্তভোগী পরিবার বলেন, দীর্ঘ ৪০ বছর পর আমাদের বাবার রেকর্ডিও জমি কোন ঝামেলা ছাড়াই আমরা বুঝে পেয়েছি। কিন্তু জায়গা দখলের পর তারা এখন মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করছে। আমরা বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি। তদন্ত সাপেক্ষে আমাদের এই মিথ্যা মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক আমরা যেন আমাদের রেকর্ডিও জমিতে ঠিকঠাক ভাবে বসবাস করতে পারি।