বরগুনার তালতলী উপজেলার নয়া ভইজোড়া বিএনএ মাধ্যমিক বিদ্যালয়ের আসবাবপত্র চুরি।
মোঃ লিমন গাজী
বরগুনা জেলা প্রতিনিধি।
বরগুনার তালতলী উপজেলার নয়া ভইজোড়া বিএনএ মাধ্যমিক বিদ্যালয়ের আসবাবপত্র চুরি করে বাড়িতে রাখার অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের দপ্তরী মোঃ সোহাগ এর বিরুদ্ধে। দপ্তরী সোহাগ (৩৫) উপজেলার ৫ নং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রুস্তম ব্যাপারির ছেলে।
জানা গেছে, নয়া ভাইজোড়া বিএনএ মাধ্যমিক বিদ্যালয়ের মালামাল গভীর রাতে চুরি করে নিয়ে যায় সোহাগ। রাতের আধারে মালামাল চুরির একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহুর্তেই তা ভাইরাল হয়ে যায়।
ভিডিওতে দেখা যায়, রাতের আধারে একটি টমটমে করে স্কুলের মালামাল নিয়ে যায় সোহাগ।পিছন থেকে এক মোটরসাইকেল চালক তাকে ফলো করে মালামাল চুরির ভিডিও ধারণ করেন। এতে স্কুলের লোহার বেঞ্চ সহ টমটম বোঝাই স্কুলের যাবতীয় মালামাল দেখা যায়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে দপ্তরী সোহাগ কোনো সদুত্তর না দিতে পেরে উত্তেজিত হয়ে সাংবাদিকদের সাথে অসদাচরণ করেন। পরক্ষণে জানায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশেই এই মালামাল স্কুল থেকে নিয়ে বাড়িতে রেখেছি। প্রধান শিক্ষকের অনুমতি নিয়েই মালামাল বাড়িতে রেখেছি । রাতের আধারে কেন নিলেন এ প্রসঙ্গে তিনি বলেন সেটা প্রধান শিক্ষক শহিদুল জানে।
প্রধান শিক্ষক শহিদুল ইসলাম কে ফোন করলে অভিযোগ শুনে ফোনের লাইন কেটে দেয়। পরবর্তীতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে ফোনে পাওয়া যায়নি। এমনকি খুদেবার্তা পাঠিয়েও তার যোগাযো মিলেনি।
এ বিষয়ে বরগুনা জেলা সহকারী শিক্ষা অফিসার শাহাদাত হোসেন জানায়, আমি আগামী সপ্তাহে ওই স্কুলে যাবো। স্কুলে গিয়ে আমি খোঁজ খবর নেব ।যদি স্কুলের মালামাল কম থাকে তবে কর্তৃপক্ষ দায়ী থাকবে।
বরগুনা জেলা প্রশাসক (ডিসি) হাবিবুর রহমান জানান, স্কুলের মালামাল দপ্তরির বাড়িতে রাখা যাবে না। বিষয়টি খতিয়ে দেখব।