মোঃ লিমন গাজী
বরগুনা জেলা প্রতিনিধি।
তালতলীতে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ যুব রেড ক্রিসেন্ট সোসাইটি তালতলী এর উদ্যোগ দোয়েল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সহায়তায় রবিবার (২ জানুয়ারি ) তালতলী বাজারে উজ্জ্বল স্মৃতি চত্বরে ফ্রী ব্লাড গ্রুপ নির্ণয় আয়োজন করা হয়।
এ সময় বিনামূল্যে চার শতাধিক মানুষের ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামরুল আহসান, সহ সভাপতি বাংলাদেশ আওয়ামিলীগ, তালতলী উপজেলা শাখা। উদ্বদোধক হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ তপু জোমাদ্দার, আহ্বয়ক বাংলাদেশ আওয়ামিলীগ যুবলীগ তালতলী উপজেলা শাখা। সভাপতিত্ব করেন দেবাশীষ চন্দ্র, দলনেতা - বাংলাদেশ যুব রেড ক্রিসেন্ট সোসাইটি তালতলী উপজেলা শাখা । এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব রেড ক্রিসেন্ট সোসাইটি তালতলী উপজেলা শাখার সকল যুব সদস্যরা
বাংলাদেশ রেডক্রিসেন্ট এর পরিচিতিঃ
৩১ মার্চ, ১৯৭৩ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ রেডক্রস সোসাইটি আদেশে ১৯৭৩ (পিও-২৬) জারি করেন। এই আদেশের বলে ১৬ ডিসেম্বর, ১৯৭১ সাল থেকে ‘বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’ স্বীকৃতি লাভ করে। এরপর, ১৯৭৩ সালের ২০ সেপ্টেম্বর রেডক্রসের ২২তম আন্তর্জাতিক সম্মেলনে তেহরানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আন্তর্জাতিকভাবে পূর্ণ স্বীকৃতি লাভ করে। দেশ বিভাগের পর ১৯৪৭ সালের ২০ ডিসেম্বর যখন দুই পাকিস্তান এক ছিল তখন থেকে এর কার্যক্রম এই অঞ্চলে শুরু হয়।