মোঃসাইমুন হাওলাদার সোলায়মান স্টাফ রিপোর্টঃ
বরগুনায় মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের আয়োজনে বাল্য বিবাহের প্রাদুর্ভাব পর্যালোচনা এবং পদক্ষেপ গ্রহন সম্পর্কিত সভা অনুষ্ঠিত হয়েছে।
ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম বুধবার আরডিএফ মিলনায়তনে এ সভাটি করেছে। সভায় প্রধান অতিথি ছিলেন, বরগুনার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শুভ্রা দাস। সভাপতিত্ব করেন, মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সভাপতি চিত্তরঞ্জন শীল। সঞ্চালনা করেন, মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সহ সভাপতি মনির হোসেন কামাল। সভার শুরুতে বিষয়ভিত্তিক প্রবন্ধ পাঠ করেন, মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের যুগ্ম সম্পাদক আবু জাফর মো. সালেহ।
কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বরিশাল বিভাগের সিনিয়র রিজিওনাল ম্যানেজার দীপু হাফিজুর রহমান। বাল্য বিবাহ প্রতিরোধে করণীয় পদক্ষেপ নিয়ে বক্তব্য রাখেন, কেওড়াবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান নশা, সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা সুলতানা, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ, নারীনেত্রী খালেদা ইসলাম সুইটি, রিমা জামান, রেইজিনা লুনা, অ্যাডভোকেট রঞ্জুয়ারা শিপু, পূজা বিথি হাওলাদার, পৌরসভার কাউন্সিলর অ্যাডভোকেট আক্তারুজ্জামান টিটু, সাংবাদিক স্বপন দাস, বিবাহ নিবন্ধনকারী আলহাজ¦ এম সাঈদ আহম্মেদ, গোপাল রায় ও আরিফ খান।