আবুল হাসান, নিজস্ব প্রতিবেদকঃ
বরগুনার তালতলী উপজেলার কড়ইবাড়িয়া দাঃ দাখিল মাদ্রাসার ২০২০ সনের ম্যানেজিং কমিটি গঠনে ইবতেদায়ী শাখায় ১২৯ ভোটের ৯৯ টি ভোট জালিয়াতি করে শিক্ষা বোর্ডে ভুল তথ্য দিয়ে পকেট কমিটি গঠন করেছে বলে অভিযোগ উঠেছে মাদ্রাসা সুপার মাও. আব্দুস সবুরের বিরুদ্ধে।
সরেজমিন গিয়ে জানা গেছে, পূর্বের ম্যানেজিংকমিটির মেয়াদকাল ফুরিয়ে গেলে মাদ্রাসা সুপার গোপন বৈঠক করে নিজস্ব লোক নিয়ে ২০২০ সনে কমিটি গঠন করেন। সদস্য হতে আগ্রহী অনেকে ফরম কিনতে চাইলে তাদেরকে ভুল বুঝিয়ে ফরম কিনতে দেয়া হয়নি বলে অভিযোগ করেন আঃকুদ্দুস খান নামক ছাত্র অভিভাবক।
সুত্র জানা গেছে, শিক্ষা বোর্ডে ইবতেদায়ী শাখায় ১২৯ জনের ভোটার তালিকা দেখিয়েছে সুপার। ওই তালিকার ১২৯ টি নামের ৯৯ জন শিক্ষার্থী ওই প্রতিষ্ঠানে কিংবা ওই এলাকায় পাওয়া যায়নি। চাঞ্চল্যকর এই বিষয় নিয়ে এলাকার সাধারণ মানুষের মাঝে তোলপাড়ের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে সুপার মাও. আব্দুস সবুরের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি প্রশ্নের জবাব এরিয়ে গিয়ে ফোন কেটে দিয়ে বন্ধ করে রাখায় তার সুস্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান মুঠো ফোনে জানায়, ভাই আপনি অফিসে আসেন এগুলি রাস্তাঘাটে বলতে পারবো না।