বরগুনা প্রতিনিধি :
বরগুনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ূন হাসান শাহীনকে গ্রেফতার করা হয়েছে। তবে তাকে বরগুনা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,সাবেক জেলা ছাত্র লীগের সভাপতি, সাবেক ভিপি অ্যাড.শাহ মোহাম্মদ ওয়ালি উল্লাহ বাড়ি থেকে ডিবি পুলিশ বৃহস্পতিবার রাত দেড় টার সময় গ্রেফতার করেছে। জেলার এ বিএনপি নেতাকে পুরানো নাশতার মামলায় ডিবি পুলিশ গ্রেফতার করেন।
বরগুনা জেলা বিএনপির এক নেতা জানান,হুমায়ূন হাসান শাহীনকে গভীর রাতে গ্রেফতারে অবশ্যই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে নি:শর্ত মুক্তির দাবি করছি। তবে তাকে আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে গ্রেফতার করায় আমরা বিএনপি লজ্জিত ও দু:খ প্রকাশ করি।
এ বিষয়ে বরগুনা জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বশির আলম বলেন,নির্দিষ্ট অভিযোগই এ নেতাকে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তবে তাকে শহরের এক আত্মীয়র বাড়ি থেকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।