রিপোর্টার:সিদ্দিকুর রহমান (রিজন)। বৌদ্ধ সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমায় ফানুস উৎসব। বরগুনা তালতলীর বৌদ্ধ সম্প্রদায় শনিবার ( ৩১ অক্টোবর) সন্ধ্যায় নানা রঙের ফানুস ও বেলুন উড়িয়ে এই উৎসব উদযাপন করেন। প্রবারণা পূর্ণিমার আরেক নাম আশ্বিণী পূর্ণিমা। এই ফানুস ওড়ানোর উদ্দেশ্য হলো আকাশে ভাসমান গৌতমের পবিত্র কেশধাতু প্রদীপ দিয়ে বন্দনা করা। বৌদ্ধ ভিক্ষুরা আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিণী পূর্ণিমা পর্যন্ত তিন মাস বর্ষাব্রত পালন করেন। তখন তারা বিহারে অবস্থান ও জ্ঞানচর্চা করেন। বর্ষাব্রত পালন শেষে তারা আশ্বিণী পূর্ণিমায় প্রবারণা করেন, যার অর্থ হলো আত্মনিবেদন। বর্ষাব্রতের সময় গোচরে-অগোচরে কোনো ভুল করে থাকলে তার জন্য এদিন জ্যেষ্ঠ ভিক্ষুর কাছে সংশোধনের আহ্বান জানান তারা। তেমনিভাবে জ্যেষ্ঠ ভিক্ষুরাও নবীনদের কাছে তাদের ভুলের কথা জানান। এ জন্য এটি ভিক্ষুদের আত্মসমর্পণ ও আত্মনিবেদনের অনুষ্ঠান। একে কেন্দ্র করেই এ পবিত্র দিনে বৌদ্ধরা উৎসব করে।
Leave a Reply