সালমান রুবেল
প্রতিনিধি পাথরঘাটা (বরগুনা)
গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের অধিনস্থ বিসিজি স্টেশান পাথরঘাটা লেঃ এইচ এম এম হারুনের নেতৃত্বে অদ্য ১৩.০০ ঘটিকায় বরগুনা জেলার পাথরঘাটা উপজেলাধীন বিশখালী নদীর কাকচিড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি মাছ ধারর ট্রলার হতে ৪০০ কেজি জাটকা, ৭০,০০০ মিটার কারেন্ট জাল, ৪৫,০০০ মিটার চরঘেরা জালসহ ০১ টি বেহুন্দী জাল জব্দ করা হয়। পরবর্তীতে উপজেলা মৎস্য প্রতিনিধির উপস্থিতিতে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস এবং জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা ও অসহায় দুস্থদের মাঝে বিতরণ করা হয়।