বরগুনার বেতাগীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বেতাগী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বেতাগী উপজেলার সকল জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা ও সুধী সমাজের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতাগী পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবিরকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়ার দাবি জানানো হয়।
শুক্রবার (১৪ জুলাই) রাত ৮ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত এই মতবিনিময়ে সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতাগী পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ মাকসুদুর রহমান ফোরকানের সঞ্চালনায় এ মতবিনিময় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম পিন্টু, বেতাগী পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য আলহাজ্ব বাবুল আক্তার, হোসনাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মহসীন ফয়সাল অপু, বুড়ামজুমদার ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ গোলাম রব, বিবিচিনি ইউনিয়ন চেয়ারম্যান অধ্যাপক নওয়াব হোসেন নয়ন, বেতাগী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির খলিফা, মোকামিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব গাজী জালাল আহমেদ, কাজিরাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সালাউদ্দিন মাহমুদ সুমন, বেতাগী পৌরসভার কাউন্সিলর এবিএম মাসুদুর রহমান খান, কাজিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মাস্টার, সরিষামুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বেতাগী পৌরসভার কাউন্সিলর মোঃ নাসির উদ্দিন ফকির, সরিষামুড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ ইদ্রিসুর রহমান, বিবিচিনি সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মল্লিক, বেতাগী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান মুরাদ খলিফা, হোসনাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম কাজী, মোকামিয়া সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মারুফ, বুড়ামজুমদার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব হাওলদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোঃ নজরুল ইসলাম মাস্টার, আওয়ামী লীগ নেতা মোঃ মিজানুর রহমান খোকন, উপজেলা মেম্বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও বেতাগী সদর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ মোস্তফা হাওলাদার, বেতাগী সদর ইউনিয়ন পরিষদের সদস্য মাহমুদুল হাসান মনির এবং বুড়ামজুমদার ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মান্নান। এছাড়াও এ মতবিনিময় সভায় উপজেলার সকল জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সুশিল সমাজের প্রতিনিধি, শিক্ষক ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ আসন থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান এবং বেতাগী পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা সন্তান আলহাজ্ব এবিএম গোলাম কবিরকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়ার দাবি জানানো হয়। কবিরকে মনোনয়ন দিলে বেতাগী উপজেলার আওয়ামী পরিবার, মুক্তিযোদ্ধা ও সাধারণ জনগন ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।