বরগুনা-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জনপ্রিয়তায় শীর্ষে বর্তমান বেতাগী পৌর মেয়র এবি এম গোলাম কবির।
–
বরগুনা-২ (পাথরঘাটা-বামনা-বেতাগী) উপজেলা নিয়ে এ আসনটিতে বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব শওকত হাসানুর রহমান রিমন, সাধারণ ভোটাররা মনে করেন আওয়ামী লীগ বর্তমান সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন, কে নমিনেশন না দিলে তার বিকল্প হিসাবে যার নাম বেশী আলচোনায় তিনি হলেন। বেতাগী পৌরসভার বার বার নির্বাচিত মেয়র এবি এম গোলাম কবির সাবেক সফল উপজেলা চেয়ারম্যান, সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মান্নান মিয়ার সুযোগ্য উত্তরশুরী। বর্তমান বেতাগী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বার বার নির্বাচিত মেয়র সাধরন মানুষের, প্রতাশা।তিনি এমপি নির্বাচিত হলে। উন্নায়নের ধারা অব্যাহত থাকবে।
Leave a Reply