এস এম নওরোজ হীরা বরিশাল
বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র খোকন সেরনিয়াবাত এবং কাউন্সিলরদের নেতৃত্বে টুঙ্গীপাড়া শেখ মুজিবুর রহমানের কবরে পুষ্প স্তবক অর্পণ করা হয়েছে।। ৮ জুলাই সকাল সাড়ে নটায় বরিশাল থেকে ৫৫টি গাড়ির বহরে বরিশালের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ এবং বরিশালের ত্রিশটি ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর বৃন্দ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী স ম রেজাউল করিম, পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুক শামীম এমপি, ,, সংসদ সদস্য শেখ সেলিম,। বরিশাল আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট নুরুল হক লস্কর, খান মামুন, নিজামুল ইসলাম , ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জিলানী চৌধুরী, মোহাম্মদ জাকির হোসেন, কবির হোসেন, ১০ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোহাম্মদ মাসুম হোসেন মহিলা আওয়ামী লীগের ১০ নং ওয়ার্ডের সভানেত্রী মেরি জনসন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলমগীর হোসেন প্রমূখ ।
গত ১২ ই জুন বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয় ৫০ হাজার ভোটের ব্যবধানে নৌকা মার্কার প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ জয়লাভ করে । গত ৩ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশালের নবনির্বাচিত মেয়র শপথ বাক্য পাঠ করান । ২৪ শে অক্টোবর নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ তার ভাতিজা বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করবেন৷।