1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. hasan@dainikbijoyerbani.com : Hasan :
  3. zakirhosan68@gmail.com : dev : dev
বরিশালে ছাত্রদের ভাড়া করে ঘর-সহ জমি' জবরদখলের চেষ্টা! - dainikbijoyerbani.com
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৮:৩০ অপরাহ্ন
ad

বরিশালে ছাত্রদের ভাড়া করে ঘর-সহ জমি’ জবরদখলের চেষ্টা!

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ২১ Time View

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ছাত্রদের ভাড়া করে এনে,ঘর-সহ জমি’ জবরদখলের অভিযোগ উঠেছে, বরিশালে সিটি কর্পোরেশন (২৩) নং ওয়ার্ডের দক্ষিণ সাগরদী দরগা বাড়ির রোডে হাসান ম্যানশন এ ঘটনা ঘটে।

‍এ বিষয়ে ভুক্তভোগী মোঃ হাসান বলেন, (৬) মার্চ বিকেলে আমি আমার ভাড়াটিয়া বাসায় সংস্কার করার জন্য যা-ই তখন হঠাৎ আমার বোন হাসি এসে আমার ভাড়াটিয়াদের বাসা থেকে নামিয়ে একটি তালা মারেন। আমার বাসায় তালা মারার বিষয় জানতে চাইলে হাসি আমার উপর চড়াও হন এবং অতর্কিত হামলা করেন।

অতর্কিত হামলার প্রতিবাদ করলে, হাসি এক পর্যায়ে, ফোন দিয়ে তার ছেলে নিয়নকে নিয়ে আসেন এবং নিয়ন ঘটনা স্থানে এসে আমাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখান। তিনি আরো বলেন, নিয়ন বরিশাল বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদে সে হুমকি দিয়ে যায় আজকে রাতে এই বাড়ি দখল করবে।

এরই ধারাবাহিকতায় হঠাৎ রাত আনুমানিক (১০.০০) পরে, আমার বড় বোন হাসি নাদিয়া নিয়ন সহ বহিরাগত প্রায় ২৫/৩০ জন মটর সাইকেল এ সোডাউন দিয়ে আমার বাড়ির ভিতর প্রবেশ করেন। এবং আমার ভাড়াটিয়া বাসার তালা ভেঙ্গে ঘরটি৷৷ তারা ‘জবরদখল’ করেন।

তাদের এই সন্ত্রাসী কার্যকলাপ দেখে, আমি ও আমার স্ত্রী এগিয়ে যা-ই আমার বাড়ির ভিতর ডুকে এভাবে সন্ত্রাসী কার্যকলাপ করার কারণ কি জানতে চাইলে, তারা বলেন আমরা ছাত্র এবং সমন্বয়ক। তারা রীতিমতো আমার উপর চড়াও হন এবং আমাকে জমি-সহ ঘর ছাড়ার হুমকি প্রদান করেন।

আমরা কোন উপায় না পেয়ে প্রশাসনের সাহায্যর জন্য (৯৯৯) কল করি এবং তারা ঘটনা স্থানে এসে আমাকে উদ্ধার করেন। এক পর্যায়ে পরিস্থিতি সামলাতে অক্ষম, হন
‍এবং পরিস্থিতি বেশামাল দেখে পুলিশ আমাকে থানা হেফাজতে নিয়ে যায়।

স্থানীয় রা’ বলেন, ছাত্র পরিচয়ে বাড়ির ভিতরে ডুকে তারা সারারাত বনভোজন এর আয়োজন করে। এবং আমদ ফুর্তি করে, সাথে চলে মদের আড্ডা ও জুয়ার আসর। তিনি আরো বলেন আবাসিক এলাকায় বসে এ ধরনের আচরণে হতাশ এলাকার সাধারণ মানুষ।

মামুন নামে একজন স্থানীয় বলেন, (৫) তারিখের পড়ে ভুয়া কিছু সংখ্যক উগ্র-আচরণকারী ও নাম ধারী কিছু চাঁদাবাজ দেশের বিরত বিশৃঙ্খলার সৃষ্টি করার জন্য সাধারণ ছাত্র ও সমন্বয়কদের নাম ভাঙ্গিয়ে এসব কার্যকলাপ করছেন। এদের বিরুদ্ধে প্রশাসন কোন আইনগত ব্যবস্থা গ্রহন না করায়। তারা যে যার মত আইন নিজেদের হাতে তুলে নিচ্ছেন। যার কারনে প্রতিনিয়িত ঘটছে নানা অঘটন। আমারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যারা রাজনৈতিক বা ছাত্রসমন্বয়ক পরিচয়ে ‍এ ধরনের কাজের সাথে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হোক।

এ বিষয়ে বরিশালের বেশ কয়েকজন সমন্বয়ক বলেছেন, এ ধরনের কোন অপরাধের সাথে সমন্বয়ক বা সাধারণ ছাত্র জনতা লিপ্ত হবে না। ছাত্র পরিচয়ে কেউ যদি চাঁদাবাজি বা’ দখল বাণিজ্য চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আপনারা তাৎক্ষনিক আইন-আনুক ব্যবস্থা গ্রহণ করবেন। ভুক্তভোগীর’ স্ত্রী মীম জাহান বলেন, সারারাত তারা আমাদের বাড়ির ভিতর বসে, আমাকে উদ্দেশ্য করে নানান রকম অশ্লীল কথা-সহ বিভিন্ন ভয়ভীতি দেখান।

তিনি আরো বলেন, তাদের অনেক আগে থেকেই উদ্দেশ্য আমাদের বাড়ি দখল করার। এ ‘জমি’ নিয়ে বর্তমানে কোর্টে একটি ভাগ-বাটোয়ারার মামলা চলে। তারা কোর্টের আদেশ অমান্য করে বহিরাগতের নিয়ে অবৈধ ভাবে আমাদের বাড়ি জবরদখল করেন।

অভিযুক্ত হাসির সাথে, এবিষয়ে যোগাযোগ করলে তার নামে আনিত অভিযোগ অস্বীকার করেন। বহিরাগতদের নিয়ে বাড়ির বিতর সারারাত থাকার কারণ জানতে চাইলে তিনি বলেন, ওখানে আমরা বনভোজন এর আয়োজন করেছি। অপরদিকে নিয়ন সহ বাকিদের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করলেও কোন সংযোগ পাওয়া যায়নি।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি