নিজস্ব প্রতিবেদক :
নারী উদ্যোক্তা উন্নয়ন সংস্থা (ফেডস) এর ১ ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে,নারী উদ্যোক্তা মিলন মেলা আজ ৩০ আগস্ট ২০২৫ ইং অনুষ্ঠিত হয়। যদি তুমি সৎ ও সাহসী হও তবেই তুমি জয়ী হবে এই মন্ত্রে উজ্জীবিত, নারী উন্নয়ন সংস্থা (ফেডস) এর অনুষ্ঠানটি বরিশালের বিভাগীয় সরকারি গ্রন্থাগারে নানা আয়োজনে ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
ফেডস এর পহেলা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) জেলা প্রশাসন বরিশাল। সভাপতি হিসেবে অনুষ্ঠান পরিচালনা করেছেন মোসা: জান্নাতুল ফেরদৌস প্রতিষ্ঠাতা ও সভাপতি নারী উদ্যোক্তা উন্নয়ন সংস্থা (ফেডস) এর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বরিশাল চেম্বার অব কমার্স এর সভাপতি জনাব এবায়দুল হক চান। আরও ছিলেন ডঃ মাহমুদা রত্না, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, দুমকি পটুয়াখালী। আরোও ছিলেন ড. মাহামুদুল হক খান উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা বি এ আর আই, মো: বেলায়েত হোসেন, প্রিন্সিপাল লাইব্রেরিয়ান উপ পরিচালক। জাকির হোসেন DWF প্রশিক্ষণ উইং ও সভাপতি ড্রাইভারস ওয়েলফেয়ার ফাউন্ডেশন, ফারজানা তাবাসসুম, বিধান বারৈই, অ্যাসোসিয়েট অফিসার ব্রাক দক্ষতা উন্নয়ন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, পৃথিবীতে যাহা কিছু আছে অর্ধেক তার করিয়েছেন নর বাকি অর্ধেক নারী। সমাজে নারীদের কুটির শিল্পের উপর আত্ম বিনিয়োগ হওয়ার জন্য আহবান জানিয়েছেন। সমাজে নারীদের আত্মনির্ভরশীল হতে হলে উদ্যোক্তা হওয়া ছাড়া কোন বিকল্প কোন পন্থা নেই। আমাদের দেশের পুরুষের পাশাপাশি নারীদের মেধা ও দক্ষতা রয়েছে দেশ ও জাতির উন্নয়নের জন্য আমরা সরকারের পক্ষ থেকে এই দক্ষতাকে কাজে আগাতে চাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি বরিশালের চেম্বার অফ কমার্স এর সভাপতি এবায়দুল হক চান বলেন, নারী উদ্যোক্তা উন্নয়ন সংস্থার সম্মানিত নারী সদস্যবৃন্দের উপর আমার আহ্বান থাকবে, হস্তশিল্পের উপর গুরুত্ব আরোপ করে দেশের তৈরি পণ্য যাতে বিদেশে রপ্তানি করা যায়। আপনাদের তৈরি পণ্য দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে যাবে পাশাপাশি দেশের রপ্তানি বাজার কে সমৃদ্ধশালী করবে।
উক্ত অনুষ্ঠানের সভাপতি এবং নারী উদ্যোক্তা উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা জান্নাতুল ফেরদৌস বক্তব্যে বলেন, আমরা বরিশালে সকল নারীদের পরনির্ভরশীল থেকে আত্মনির্ভরশীল হিসেবে রুপান্তরিত করতে চাই,এবং পাশাপাশি সমাজে দায়িত্বশীল ব্যক্তিবর্গের সহযোগিতা কামনা করছি।
তিনি আরোও বলেন নারীদের পরনির্ভরতার গ্লানি মুঝে শীর উচু করে যাতে দারাতে পারে সে জন্য সরকারের দৃষ্টি আরোপ করার জন্য আহ্বান জানান। মধ্যযুগ থেকে এই আধুনিক পর্যন্ত নারীদের ভূমিকা জাতে স্মরণীয় হয়ে থাকে, এবং এই উদ্যোগের মাধ্যমে সমাজে প্রত্যেক ঘরে যাতে একাধিক নারী উদ্যোক্তা তৈরি হয় সে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন।
Leave a Reply