বরিশালে পুলিশী নির্যাতনে শিক্ষার্থীর মৃত্যু: ৩ সদস্যের তদন্ত কমিটি
বরিশাল প্রতিনিধিঃ
বরিশালে পুলিশি নির্যাতনে নিহত যুবকের লাশ নিয়ে বিক্ষোভ করেছে এলাকাবাসী। রবিবার (৩ জানুয়ারি) বিকালের এ বিক্ষোভে হাজার হাজার মানুষ অংশ নিলে শহরজুড়ে উত্তেজনার সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে দোষীর শাস্তি দাবি করলে এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বরিশাল মেট্রোপলিটান পুলিশ (বিএমপি)।
ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, রোববার (৩ জানুয়ারি) সন্ধ্যায় রেজাউলের মরদেহ নিয়ে বিক্ষোভ করে এলাকাবাসী। তারা নগরীর রূপাতলী সড়ক অবরোধ করে রাখে। এ সময় আগুন জ্বালিয়ে ও আসবাবপত্র ফেলে হাজার হাজার মানুষ অবরোধে অংশ নেয়। তাদের এক দাবি এসআই মহিউদ্দিনকে আইনের আওতায় এনে ফাঁসির দাবি। এসময় অবরোধের ফলে দুই প্রান্তে যানবাহনের দীর্ঘজট লেগে যায়। এতে দুর্ভোগে পড়েন যানবাহনের হাজার হাজার যাত্রী ও চালকরা। এক পর্যায়ে পুলিশের পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে দোষীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থার আশ্বাস দেওয়া হলে সন্ধ্যা ৭টায় অবরোধ প্রত্যাহার করা হয়
অবরোধ চলাকালে রূপাতলী এলাকায় এসআই মহিউদ্দিনের বহুতল ভবনে ইটপাটকেল নিক্ষেপ করে বিক্ষোভকারীরা। এ ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটির প্রধান হলেন উপ-পুলিশ কমিশনার মোক্তার হোসেন। অন্য দুই সদস্য হলেন এডিসি (ক্রাইম) আকরামুল হোসেন এবং এসি ডিবি নরেশ চন্দ্র কর্মকার।
কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিচারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান ওসি।