নিজস্ব প্রতিবেদক :: সৌখিন মৎস্য শিকারিদের নিয়ে বরিশাল এ্যাংলার্স ক্লাবের উদ্যোগে ৩য় বার্ষিক নৌ-বিহার ও মিলন মেলা ২০২৫ আয়োজন করা হয়েছে।
বার্ষিক নৌ-বিহারও মিলন মেলা সফল করার লক্ষ্যে উক্ত ক্লাবটি ১৩ জন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করেছেন। তারা হলেন-প্রধান সমন্বয়কারী জনাব মেহেদী পারভেজ খান আবির আহ্বায়ক জনাব আব্দুস সালাম যুগ্ন-আহ্বায়ক জনাব মাসুদ মোল্লা জনাব মঞ্জুর হোসেন মিঠু জনাব আমির হোসেন জনাব আব্দুর রহমান জনাব রঞ্জিত মল্লিক। সদস্য সচিব জনাব হামিদুর রহমান অন্তু,দপ্তর সম্পাদক জনাব শেখ ফরহাদ উদ্দিন পলাশ জনাব জায়েদ আলী খান জিকু। অর্থ বিষয়ক সম্পাদক জনাব মনজুর হোসেন জনাব খায়রুজ্জামান খোকন জনাব বায়েজিদ হোসেন খান।
সাত আটশোর অধিক প্রবীণ ও নবীন সৌখিন মৎস্য শিকারিদের নিয়ে ক্লাবটি এম ভি আল সাফিন সাত্তার খান লঞ্চে ৬-৭ ফেব্রুয়ারি ২০২৫ রোজ বৃহস্পতি ও শুক্রবার দুইদিন করমজল সুন্দরবন নিয়ে যাবেন এবং বিকেল তিনটায় বরিশাল লঞ্চ ঘাট ছেড়ে যাবেন এমনটি প্রতিবেদক কে জানান।
সাথে থাকবেন উদীয়মান কিছু স্ট্রাইকার সৌখিন মৎস্য শিকারি নন স্ট্রাইকার সৌখিন মৎস্য শিকারি এবং প্রবীণ মৎস্য শিকারি আরো থাকবে বডি হিট মৎস্য শিকারি গন। সেখানে গিয়ে তারা আনন্দ-ফুর্তি করবেন সাথে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান গান বাজনা নাচ আরো থাকবে লটারির মাধ্যমে পুরস্কার বিতরণ। এনটি ফি হিসেবে পনেরশত টাকা নির্ধারণ করেছেন তারা। থাকবেন খাবারের বিভিন্ন মেনু ও বিনোদন।