বরিশাল রেঞ্জ পুলিশের অভিভাবক জনাব এস এম আক্তারুজ্জামান , মান্যবর ডিআইজি, বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ, বরিশাল মহোদয়ের সভাপতিত্বে রেঞ্জ অফিসে অদ্য ৬ অক্টোবর ২০২১খ্রিঃ তারিখে সেপ্টেম্বর ২০২১ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সেপ্টেম্বর মাসের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখাসহ বিভিন্ন পারফরম্যান্স পর্যালোচনার ভিত্তিতে রেঞ্জের বিভিন্ন অফিসারগনকে স্বীকৃতি তথা পুরস্কার প্রদান করা হয়।
পটুয়াখালী জেলার সেপ্টেম্বর ২০২১ মাসের আইনশৃঙ্খলা স্বাভাবিক থাকায় পটুয়াখালী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ শহীদুল্লাহ পিপিএম মহোদয়কে রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত করা হয় এবং ক্রেস্ট প্রদান করা হয় ।এসময় বরিশাল রেঞ্জ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।