মোঃ আবুল কালাম
( ঢাকা )প্রতিনিধিঃ
কিছু অসাধু ঠিকাদার পল্লী বিদ্যুতে ইলেকট্রনিক্স ডিজিটাল মিটার দিয়ে গ্রাহক সেবা দিচ্ছে। এই মিটার গুলো বিদ্যুৎ চলে যাওয়ার পরে নিজে নিজেই লক হয়ে যায়,আবার বিদ্যুৎ অফিসে ফোন দিতে দিতে গ্রাহক অতিষ্ঠ হয়ে যায় তার পরে আবার তাহারা লক ছাড়িয়ে দেয়।
কিছুদিন পরপরই এই মিটার গুলো সফট্ওয়ারে প্রবলেমের কারণে এই ঘটনাগুলো ঘটে থাকে। কিন্তু পল্লী বিদ্যুৎ জেনেশুনেই এই মিটার গুলো গ্রহন করেছিলেন। বর্তমানে এই নিয়ে গ্রাহকরা খুবই ভোগান্তির শিকার হচ্ছে একটা মিটার মাসের ভিতর তিন থেকে চার বার অটো লক হয়ে যায়।ভুক্তভোগীরা জানান ইহা হইতে আমাদের বাঁচার উপায় কি তাই গ্রাহকদের দাবী পল্লী বিদ্যুৎ বিভাগ বিষয়টি আমলে নিয়ে খতিয়ে দেখবেন।