বসুন্ধরা কিংস কাপে খেলার জন্য ছাগলনাইয়া ফুটবল একাডেমীর প্রস্তুতি ক্যাম্প উদ্বোধন ।
সৌরভ মজুমদার ,ছাগলনাইয়া প্রতিনিধি :- ঢাকায় ২৫ শে নভেম্বর থেকে শুরু হওয়া ,বসুন্ধরা গ্রুপ এর আয়োজনে বসুন্ধরা কিংস কাপ অনূর্ধ ১৪ ফুটবল টুর্ণামেন্ট ২০২১ এ অংশ্রগ্রহন এর জন্য আজ বিকাল ৪ টায় ছাগলনাইয়া পাইলট হাইস্কুল মাঠে খেলোয়াড দের প্রস্তুতির জন্য আবাসিক প্রস্তুতি ক্যাম্প গঠন করেছে ছাগলনাইয়া ফুটবল একাডেমী দল ।
উক্ত ছাগলনাইয়া ফুটবল একাডেমীর আবাসিক প্রস্তুতি ক্যাম্প এর উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ,ছাগলনাইয়া ফুটবল একাডেমীর সভাপতি জনাব আবছারুল হাই উজ্জ্বল ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সধারণ সম্পাদক ,জনাব মেজবাউল হায়দার চৌধুরী সোহেল মহোদয় ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,ফেনী জেলার ক্রীড়া সমিতির সধারণ সম্পাদক জনাব বাহার উদ্দিন ,ছাগলনাইয়া পৌরসভার ৫নং ওয়ার্ড এর কাউন্সিলর, জনাব মোজাহারুল ইসলাম মুছা ,কলেজ রোড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ,জনাব বদরুদ্দোজা ভূঁইয়া তারেক ,ছাগলনাইয়া উপজেলার বিআরডিবির চেয়ারম্যান ,জনাব মুজিবুর রহমান মুজিব ,বাঁশপাড়া ৬নং ওয়ার্ড এর কাউন্সিলর ,জনাব হাবিবুর রহমান হাবিব , ছাগলনাইয়া ফুটবল একাডেমীর দলের টিম ম্যানেজার ,জনাব নুর মোহাম্মদ ননি ,উপজেলা যুবলীগ এর সহ সভাপতি রহমত উল্লাহ ,উপজেলা তথ্য প্রযুক্তি লীগ এর সাধারণ সম্পাদক মিলনুর রহমান মিলন,সরকারি কলেজ ছাত্রলীগ এর সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ হানিফ প্রমূখ এসময় উপস্থিত ছিলেন ।
বসুন্ধরা কিংস কাপে অংশ্রগ্রহন করতে ছাগলনাইয়া ফুটবল একাডেমী অনূর্ধ ১৪ দলে ছাগলনাইয়া পাইলট হাইস্কুল মাঠে ২০ দিনের জন্য খেলোয়াড দের ভালোভাবে প্রস্তুতির জন্য আবাসিক প্রস্তুতি ক্যাম্প গঠন করেছে ছাগলনাইয়া ফুটবল একাডেমী । বসুন্ধরা কিংস কাপে ছাগলনাইয়া ফুটবল একাডেমীর টিমের ম্যানেজার হিসেবে ঢাকায় দায়িত্ব পালন করবে ছাগলনাইয়া পৌর ছাত্রলীগ এর সাবেক সাধারণ সম্পাদক ,নুর মোহাম্মদ ননি ।ছাগলনাইয়া পাইলট হাইস্কুল মাঠে ২০ দিনের প্রস্তুতি গ্রহন শেষে বসুন্ধরা কিংস কাপে অংশ্রগ্রহন এর উদ্দেশ্যে খেলোয়াড দের ঢাকায় যাওয়ার কথা রয়েছে ।