1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন, মোংলায় আনন্দ মিছিল - dainikbijoyerbani.com
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন
ad

বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন, মোংলায় আনন্দ মিছিল

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ১১৭ Time View

বায়জিদ হোসেন, মোংলাঃ

প্রমত্তা পদ্মা নদীর ওপর নির্মিত দেশের সবচেয়ে বড় অবকাঠামো বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মোংলায় আনন্দ মিছিল হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শনিবার সকাল সোয়া ১০টায় বের হওয়া আনন্দ মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে এ আনন্দ মিছিল শেষ হয়। আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আসিফ ইকবাল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল বিশ্বাস ও বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা। এছাড়াও বিভিন্ন শ্রেনীর পেশার লোকজনও অংশ নেন এ আনন্দ মিছিলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, আজ পদ্মা সেতুর উদ্বোধন বিশাল একটি স্মরণীয় দিন, তাই আমরা আনন্দ মিছিল করেছি। এই পদ্মা সেতু মোংলা বন্দরসহ এ অঞ্চলের ২১ জেলায় ব্যাপক শিল্প বিপল্ব ঘটাবে। এতে এ এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে। বেকারত্ব ঘুচবে এবং অর্থনৈতিকভাবে মানুষ স্বাবলম্বি হবে। প্রধানমন্ত্রীকে মোংলা উপজেলাবাসীর পক্ষ থেকে আমরা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস বলেন, দেশপ্রেমিক জনগণের আস্থা ও সমর্থনের ফলেই আজকে উন্নয়নের এ নতুন অধ্যায় উন্মোচিত হয়েছে। ফলে আগামী দিনেও গণমানুষের আশা-আকাঙ্ক্ষা ও স্বপ্ন পূরণে আমরা আন্তরিকভাবে কাজ করে যাব। সবার সম্মিলিত প্রচেষ্টায় ক্ষুধা দারিদ্র্যমুক্ত ও উন্নত-সমৃদ্ধ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন লালিত স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি