জিএম তারেক সাতক্ষীরা জেলা প্রতিনিধি
সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার কুলিয়ায় বাল্য বিবাহ, যৌতুক, যৌন হয়রানি, ইভটিজিং, মাদক, মানবপাচার ও নারীর প্রতি অমানবিক আচারন প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৪আগষ্ট) দুপুর ১২টায় বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার। এসময় প্রধান অতিথি বলেন, বাল্য বিবাহ একটি সামাজিক ব্যাধি। মেয়েদের ১৮ ও ছেলেদের ২১ বছরের নিচে বিবাহ না দেওয়ার জন্য এলাকার সচেতন মহলকে সজাগ থাকার পরামর্শ দেন। পাশাপাশি করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে মাক্স পরিধান করে চলাচল করতে বলেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম। এসময় ইউপি সচিব খালিদ হাসান খান, ইউপি সদস্যা ফাতেমা খাতুন, ইউপি সদস্য রওনাক-উল-ইসলাম রিপন, বিকাশ সরকার, আমিরুল ইসলাম, প্রেম কুমার, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোসলেম মোল্যাসহ অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।