বাংলাদেশই করোনা টিকা উৎপাদন হবেঃ চিফ হুইপ
আরিফুর রহমান,মাদারীপুরঃ
আমাদেরকে করোনা মোকাবেলা করেই দেশের চলমান উন্নয়ন ও অর্থনীতি গতিশীল রাখতে হবে। বিগত দিনে করোনায় আমাদের অনেক নেতাকর্মী মারা গেছেন। আমরা এখনো সেই শোক ভুলতে পারি নি। করোনা মোকাবিলা করেই আমাদের পথ চলতে হবে।’শুক্রবার সকালে চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটোরিয়ামে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিজিএফ (আর্থিক) সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী এমপি এ কথা বলেন।
এসময় চিফ হুইপ বলেন, যখন পৃথিবীর অনেক দেশ করোনার টিকা দিতে পারে নাই । তখন থেকে আমাদের দেশে করোনা ভাইরাসের টিকা দেয়া শুরু হয়েছে। ভারত থেকে টিকা আমরা আনতাম। কিন্তু ভারতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সমস্যার সৃষ্টি হয়েছে। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশেই টিকা উৎপাদনের উদ্যোগ নিয়েছেন।
ভারতের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সম্প্রতি ভারতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় দেশেটিতে করোনা বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ। চরম ঝুঁকির মধ্যে রয়েছে তারা। বাংলাদশে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করায় করোনা তেমন হারে বৃদ্ধি এখনো পায় নি। সবাইকে মাস্ক পড়তে হবে, সামাজিক দূরত্ব মানতে হবে। ভ্যাকসিন দেয়ার সুযোগ আসলে সবাইকে ভ্যাকসিন দিতে হবে।
অনুষ্ঠানে ঈদ উপলক্ষ্যে হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভিজিএফ এর নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। শিবচরের মোট ২৬ হাজার ২২ জনের মাঝে ১১ কোটি ৭ লাখ ৯ হাজার ৯শ টাকা দেয়া হবে।
শিবচর পৌর সভার মেয়র আওলাদ হোসেন খানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লা, শিবচর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান প্রমুখ।
Leave a Reply