রাব্বী আহমেদ কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ ক্ষূদ্র নৃ-গোষ্ঠী ফেডারেশন,কুষ্টিয়া জেলা শাখা'র ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) বিকাল ৩ টায় কুষ্টিয়া পৌরসভা অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পলাশ বিশ্বাসের সঞ্চালনায় ও ফেডারেশনের কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদক মিতা রাণী সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি শিপন চন্দ্র সিং। ক্ষূদ্র নৃ-গোষ্ঠীদের সমাজের মূল ধারায় সম্পৃক্ত করতে বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন তিনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি বিমল তাঁতী,সাংস্কৃতিক সম্পাদক হরিপদ সরকার, সদস্য নিরোদ সরকার। এসময় আরো উপস্থিত কুষ্টিয়া পৌরসভার প্যানেল মেয়র আফ্রিদা আফরিন রেখা,তাপস সরকার, রামদাস সরকার প্রমূখ। সংশ্লিষ্ট সকলের সাথে আলাপ-আলোচনা করে অতি সত্বর কুষ্টিয়া জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানান প্রধান অতিথি। ক্ষূদ্র নৃ-গোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নে এই সম্মেলন মাইলফলক হয়ে থাকবে বলে মন্তব্য করেন বক্তারা। উল্লেখ্য যে,ক্ষূদ্র নৃ-গোষ্ঠীর ৫ শতাধিক প্রতিনিধি সম্মেলনে অংশ নেন।