1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসিতে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন - dainikbijoyerbani.com
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:৪৬ অপরাহ্ন
ad

বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসিতে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ১১৭ Time View

হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ

৫১তম সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে গত ২১ নভেম্বর,সোমবার,ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস এক সংবর্ধনার আয়োজন করে।খবর বাপসনিউজ।

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বীরবিক্রম এবং মার্কিন সেনাবাহিনীর আন্ডার সেক্রেটারি Mr Gabe Camarillo অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সন্ধ্যায় দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল Michael T. Plehn এবং যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরো, মিস আফরিন আক্তারও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত বাজানো মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কার্যক্রমের ওপর একটি সংক্ষিপ্ত তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী তার বক্তব্যে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সশস্ত্র বাহিনীর সদস্যদের শুভেচ্ছা জানান এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মহান আত্মত্যাগ ও দীর্ঘ সংগ্রামের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন যিনি বাঙালি জাতির দীর্ঘদিনের লালিত স্বাধীনতা অর্জনে নেতৃত্ব দিয়েছিলেন।

মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মুক্তিযুদ্ধে সামরিক ও বেসামরিক বীর মুক্তিযোদ্ধাদের বীরত্ব ও সর্বোচ্চ আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সশস্ত্র বাহিনীর সদস্যরা বিশ্বের বিভিন্ন সমস্যা-কবলিত অঞ্চলে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার জন্য বিশ্বব্যাপী প্রশংসা অর্জন করেছে। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে তারা বাংলাদেশের চলমান উন্নয়নে ব্যাপক অবদান রাখছে।

মার্কিন সেনাবাহিনীর আন্ডার সেক্রেটারি Mr Gabe Camarillo বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর 51তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের 50 বছর পূর্তি উদযাপন করেছে। জাতিসংঘ শান্তিরক্ষা অভিযানে বাংলাদেশ বিশ্বের বৃহত্তম সৈন্য প্রেরণকারী দেশ উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রতিরক্ষা এবং বিশ্বজুড়ে শান্তি ও স্থিতিশীলতা বজায়ে রাখতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আত্মত্যাগের স্বীকৃতি দেয়।

রাষ্ট্রদূত ইমরান বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন যার নেতৃত্বে নয় মাসব্যাপী সশস্ত্র মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ চূড়ান্ত বিজয় অর্জন করে।

তিনি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম, জ্ঞান ও অভিজ্ঞতার আদান-প্রদান, প্রশিক্ষণ, সরঞ্জমাদি সংগ্রহ ও সফর বিনিময় ইত্যাদি ক্ষেত্রে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর মধ্যে বহুমুখী সহযোগিতার কথা উল্লেখ করেন।

বিভিন্ন দেশের কূটনীতিকবৃন্দ, ডিফেন্স অ্যাটাচে এবং পেন্টাগন, স্টেট ডিপার্টমেন্ট ও অন্যান্য মার্কিন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা, প্রবাসী বাংলাদেশি এবং বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স অ্যাটাচে ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাহেদুল ইসলাম সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান এবং দুই দেশের মধ্যে পারস্পরিকভাবে লাভজনক সমর্থন ও সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান। অনুষ্ঠান পরিচালনা করেন মিনিস্টার (রাজনৈতিক-১) দেওয়ান আলী আশরাফ।

আমন্ত্রিত অতিথি কর্তৃক কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। Bangladesh Embassy in Washington DC celebrates Armed Forces Day

 

Hakikul Islam Khokan,Senior Correspondedt USA:The Bangladesh Embassy in Washington DC hosted a reception today (21 November) to celebrate the 51st Armed Forces Day.

Dr Tawfiq-e-Elahi Chowdhury, BB, the Adviser to the Honourable Prime Minister for Power, Energy and Mineral Resources, and Mr Gabe Camarillo, Under Secretary of US Army, were present at the function.

Bangladesh Ambassador to the USA Muhammad Imran also spoke at the event held at Bangabandhu Auditorium of the Embassy in the evening.

Lieutenant General Michael T. Plehn, President of National Defence University, USA, and Ms Afreen Akhter, US Deputy Assistant Secretary in the Bureau of South and Central Asian Affairs, were also present at the event.

The program began with the playing of the national anthems of Bangladesh and the USA. Then a short documentary on the activities of the Bangladesh Armed Forces was screened.

Dr Tawfiq-e-Elahi Chowdhury, in his speech, greeted the members of the armed forces on the occasion of the Armed Forces Day and recalled with profound respect great sacrifice and long struggle of Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman who led the Bengali nation to achieve its long-cherished independence.

The Adviser also recalled with deep respect the bravery and supreme sacrifice of the valiant freedom fighters – both military and civilians in the Liberation War. Dr Tawfiq-e-Elahi Chowdhury, a gallantry award-recipient valiant Freedom Fighter, said along with safeguarding the independence and sovereignty of the country, the members of the armed forces have also earned global acclamation for maintaining peace and stability in different trouble-torn regions of the world.

He also said they are making huge contributions to Bangladesh’s ongoing development under the visionary leadership of Honourable Prime Minister Sheikh Hasina.

Under Secretary of US Army Gabe Camarillo said the USA and Bangladesh celebrated the 51st anniversary of Bangladesh Armed Forces and 50 years of friendly relations between the two countries.

Noting that Bangladesh is the world’s largest troop contributors to the UN Peacekeeping Operation, he said the United States recognises the sacrifice of the Bangladesh Armed Forces both for defence of the country in Bangladesh and maintaining peace and stability around the world.

Ambassador Imran paid deepest homage to the architect of Bangladesh, Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman under whose leadership Bangladesh achieved final victory on December 16, 1971 following a nine-month-long armed Liberation War.

He noted with satisfaction the multifaceted cooperation between the armed forces of Bangladesh and the United States – in terms of UN peacekeeping operations, sharing of knowledge and experiences, training, procurement and exchange of visits, etc.

Diplomats and Defence Attaches from a number of countries, senior officials from the Pentagon, Department of State, and other US organizations, members of Bangladeshi diaspora and Embassy officials and employees attended the function.

Defence Attaché of Bangladesh Embassy Brigadier General Md Shahedul Islam welcomed the guests at the reception and thanked the USA for the support and cooperation extended that is mutually beneficial for the two countries. Minister (Political-1) Dewan Ali Ashraf conducted the program.

The program ended with cutting of a cake by the guests of the function.

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি