বাংলাদেশ পুলিশে কর্মরত নারী সদস্যদের ইউনিফর্ম এবং সাদা পোশাক পরিধান বিষয়ক বিস্তারিত আলোচনা, পরিপালন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।
স্টাফ,রিপোর্টর:--রিপন
২৩ ডিসেম্বর'২০ রোজ বুধবার বেলা ০৩ ঘটিকায়, মাল্টি পারপারস শেড, দামপাড়া পুলিশ লাইন্স
সিএমপি থেকে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক। (বিপিডব্লিউএন) এর ব্যবস্থাপনায়, বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক সভাপতি, অতিরিক্ত পুলিশ কমিশনার(প্রশাসন ও অর্থ) সিএমপি জনাব আমেনা বেগম এর সভাপতিত্বে
, ZOOM CLOUD MEETING APP এর মাধ্যমে, বাংলাদেশ পুলিশে কর্মরত নারী সদস্যদের ইউনিফর্ম এবং সাদা পোশাক পরিধান বিষয়ক বিস্তারিত আলোচনা, পরিপালন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় বরিশাল মেট্রোপলিটন পুলিশ সদরদপ্তর, সম্মেলন কক্ষ বরিশাল থেকে যুক্ত ছিলেন, বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক বিএমপি সভাপতি (অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সদরদপ্তর বিএমপি) জনাব রুনা লায়লা, সহকারী পুলিশ কমিশনার বিএমপি বন্দর জোন জনাব শারমিন সুলতানা রাখি,
সহকারী পুলিশ কমিশনার বিএমপি এয়ারপোর্ট জোন জনাব নাসরিন জাহান সহ বিএমপি'র সকল নারী সদস্যবৃন্দ।
মতবিনিময় সভা শেষে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সদরদপ্তর বিএমপি জনাব রুনা লায়লা, বিএমপির সকল নারী পুলিশ সদস্যদের পুনরায় ব্রিফ করেন এবং বর্ণিত ড্রেস রুল মেনে চলার জন্য বিশেষ গুরুত্ব আলাপ করেন।