মোঃ আবুল কালাম ( ঢাকা) প্রতিনিধিঃ
গত ০৫/০৯/২০২১ ইং তারিখে, ঢাকা সহ সারা দেশে, বি, আর,টিএ, এবং পাসপোর্ট অফিসে, ও সরকারি হসপিটালে র্যাব ও ম্যাজিস্ট্রেট অভিযান চালায়।
ঢাকা থেকে অনেক দালাল চক্র গ্রেফতার করা হয়, তাদেরকে জেল জরিমানা করা হয়।
তার পরেও দালালচক্র থামেনি, তারাও প্রতিনিয়ত গোপনে লাইসেন্সের কাজ করিতেছে।
এই দালাল চক্রের সাথে আনসার সদস্যরা জড়িত
তাহারা সন্ধ্যার পরে গোপনে বাসা বাড়িতে বসে টাকা পয়সা লেনদেন করে লাইসেন্স বাবদ।
অনেক দালাল চক্র হাসনাবাদ বাসা বাড়ী ভাড়া নিয়ে তাহারা শুধু এই কাজই করেন তাহারা অন্য কোন কাজ করেন না,এ দিয়ে হাতিয়ে নেয় লক্ষ লক্ষ টাকা বেশির সংখ্যায় - আনসার সদস্যরা।
এমন কি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির মসজিদের ইমাম সাহেব এবং মোয়াজ্জেম সাহেব, সন্ধ্যার পরে এই লাইসেন্সের কাজের দৌড়ো দৌড়ি করিতে দেখা যায়, আবার অনেকে পাবলিকের টাকা মেরে লাইসেন্স না দিয়ে পালিয়ে যায়।
তাই প্রশাসন এবং ম্যাজিস্ট্রেট করাকরি ভাবে অভিযান চালায়, তাহলে এদের হাত থেকে সাধারন মানুষ মুক্তি পাওয়া, সম্ভব বলে ভুক্তভোগীরা মনে করেন।