মোঃ আশিকুর রহমান তুষার বাউফল, উপজেলা প্রতিনিধিঃ-
পটুয়াখালীর বাউফলে করোনায় আক্রান্ত হয়ে নার্গিস আক্তার (৩০) নামে আরো এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
সোমবার (২ আগস্ট) সকাল ১০ টা দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত নার্গিস নওমালা ইউনিয়নের নিজ বটকাজল গ্রামের মোঃ ফোরকান হাওলাদারের স্ত্রী। এ নিয়ে করোনার দ্বিতীয় ধাপে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট চার জনের মৃত্যু হয়েছে।
উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে, সোমবার সকালে নওমালা ইউনিয়নের নিজ বটকাজল গ্রাম থেকে নার্গিস আক্তার নামে এক গৃহবধূকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শামীমা আক্তার হীরার চেম্বারে নিয়ে আসেন স্বজনেরা। এ সময়ে ওই রোগীর শরীরের অক্সিজেন মাত্রা কম থাকায় প্রথমে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে অক্সিজেন দেয়ার ব্যবস্থা করেন তিনি। চিকিৎসা শুরুর করার এক পর্যায়ে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরী বিভাগেই মারা যায় নার্গিস আক্তার।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শামীমা আক্তার হীরা বলেন, রোগীকে একদম মুমুর্ষ অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছিল। রোগীর অক্সিজেনের মাত্রা একেবারেই কমে গিয়েছিল। ফলে প্রচন্ড শ্বাসকষ্ট দেখা দিয়েছিল। পরে চিকিৎসা শুরুর কিছুক্ষনের মধ্যেই মারা যান নার্গিস আক্তার। মৃত ওই গৃহবধূর পরীক্ষা নীরিক্ষা করা না গেলেও তাঁর শরীরের করোনার যে উপসর্গ দেখা গেছে তাতে ধারনা করা হচ্ছে মৃত্যুর পূর্বে সে করোনায় আক্রান্ত ছিলেন।