মোঃ আশিকুর রহমান তুষার, বাউফল উপজেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় মঙ্গলবার (১৩ জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সুত্রে এ তথ্য জানা গেছে,জানা যায় মঙ্গলবার কোভিড -১৯ পরিক্ষা করার জন্য ২৩ জনের নমুনা সংগ্রহ করা হয়, এর ভিতর ১০ জনেরই কোভিড পজেটিভ আসে।
এর আগে গত সোমবার ১৭ জনের ভিতরে ৮ জনের পজেটিভ আসে, আর রবিবার ২৯ জনের ভিতরে আসে ১৪ জনের পজেটিভ।
এ নিয়ে উপজেলায় জানুয়ারি থেকে এখন পর্যন্ত কোভিড -১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ১২২ জনে পৌছেঁ গিয়েছি।
আক্রান্তের ভিতর বেশিরভাগ রোগী বাড়িতে চিৎকিসকের পরামর্শ নিয়ে চিৎকিসা গ্রহন করছেন।
হাসপাতালে মাত্র ৫ জন চিৎকিসাদিন রয়েছেন।
এ ব্যাপারে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা বলেন, যারা হসপিটালে কোভিড-১৯ আক্রান্ত হয়ে চিৎকিসা নিচ্ছেন সার্বক্ষনিক আমরা তাদেরকে মনিটরিং এ রাখছি, সব ধরনের সেবা দেওয়ার চেষ্টা করছি।
যারা বেশি অসুস্থ তাদেরকে বাড়িতে না থেকে হাসপাতালে এসে চিৎকিসা নেওয়ার জন্য আহ্বান জানান এই কর্মকর্তা।