বাগমারায় থামছে না অবৈধ পুকুরখনন। নীরব প্রশাসন।
বাংলাদেশ কৃষি প্রধান দেশ। কৃষক আমাদের দেশের প্রাণ। বাগমারার রামরামা গ্রামের ঐতিহ্যবাহী যৌশয় বিলে অবৈধ ভাবে পুকুরখনন করা হচ্ছে। এতে করে নষ্ট হচ্ছে মানুষের কৃষি জমি। যৌশর বিলে জমি এতেই উর্বর যে জমিতে অনেক ভালো ফসল হয়।এসব জমিতে বারো মৌসুমে হাজার হাজর টন ধান কৃষকরা উৎপাদন করে থাকে। এছাড়া বর্ষা মৌসুম শত শত জেলে মৎস্য শিকার করে তাদের জীবিকা নিবাহ করে। পুকুরখনন করার ফলে যৌশর বিলে আশপাশের গ্রামগুলো বর্ষা মোসুমে বৃষ্টির পানিতে তুলিয়ে থাকবে ও সাথে আবাদি জমি নষ্ট হয়ে যাবে। কৃষকদের পথে বসতে হবে। আর আশপাশের গ্রামগুলো অন্য জায়গায় বসতবাড়ি তৈরী করতে হবে। এসব বিষয় প্রশাসনকে জানো হলে প্রশাসন নীরব ভূমিকা পালন করেছে। কৃষকদের দাবি সরকার অবিলম্ভে এসব বন্ধন করে কৃষকদের চাষাবাদ করা সুযোগ করে দেয়।