বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের শরণখোলায় মামলা তুলে না নেওয়ায় মো. আবু ছালে (৪০) নামে এক যুবলীগ নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। শনিবার (২২জানুয়ারি) রাত ৮ টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের বগী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আবু ছালেকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আবু ছালে বগী গ্রামের আ. রহমান খলিফার ছেলে। তিনি সাউথখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।
আবু ছালের মা নুরুন্নাহার বেগম বলেন, ‘দেড় মাস আগে আমার ছেলেকে অন্যায়ভাবে মারধর করে স্থানীয় ইউপি সদস্য রিয়াদুল পঞ্চায়েতের ভাই মো. আসাদুল পঞ্চায়েত। এরপর শালিস বৈঠক বসার কথা বললেও তা আর বসেনি। পরে আমার ছেলে শরণখোলা থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা করে। সেই মামলা তুলে নিতে শনিবার রাত ৮ টার দিকে আসাদুল পঞ্চায়েত, ফারুক খাঁন ও পলাশ মিলে আমার ছেলের মৎস আড়তে হামলা চালায় এবং তার হাত-পা ভেঙে দেয়।’
স্থানীয় ইউপি সদস্য মো. রিয়াদুল পঞ্চায়েত জানান, ‘প্রথমে উভয়ের মধ্যে কম্পিউটারের ডিস্ক নিয়ে ঝগড়া হয়। সেখানে আবু ছালে উত্তেজিত হয় পড়েন। পরে আসাদুল ১০ থেকে ১২ জন সহযোগী নিয়ে আবু ছালেকে মারধর করেন। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, ‘এ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামি ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply