বাঘবিধবা মুর্শিদা খাতুনের পাশে 'গিফট ফর গুড'
মোহাঃ ফরহাদ হোসেন কয়রা (খুলনা) প্রতিনিধি
গত ১৪ মে ঈদের দিন সুন্দরবন মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে নিহত রেজাউল সরদারের পরিবারে ১ মাসের খাদ্য সামগ্রী সহায়তা পৌঁছে দিয়েছে গিফট ফর গুড নামের একটি স্বনামধন্য দাতব্য প্রতিষ্ঠান। ১৭ মে দুপুরে সংগঠনটির উপকূল অঞ্চলের ভলেন্টিয়ার পার্টনার আইসিডি'র সদস্যবৃন্দ খাদ্য সামগ্রী নিয়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা নামক গ্রামের বাসিন্দা নিহত রেজাউল ইসলামের বাড়িতে যায়।এক মাসের জন্য পরিবারের খাদ্য সামগ্রীর নিশ্চয়তা পেয়ে স্বস্তির নিশ্বাস ফেলেছেন নিহতের স্ত্রী মুর্শিদা খাতুন। 'গিফট ফর গুড' কে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন' আমি খুব খুশি হয়েছি, আমাদের এই চরম দুঃসময়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন, সংসারের যাবতী প্রয়োজনীয় খাদ্য সামগ্রী কিনে বাড়ীতে নিয়ে এসেছেন। আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। শুধু দোয়া করি যেন গিফট ফর গুড সংগঠনটি আমার মতো উপকূলের অসংখ্য বাঘবিধবা পাশে যেন দাঁড়াতে পারে"
"গিফট ফর গুড" এর প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মিথুন দাস কাব্য জানান, বাঘবিধবা মুর্শিদা খাতুনের ৬ সদস্যের পরিবারের দুরবস্থার কথা জানতে পেরে আমরা তাৎক্ষণিকভাবে তাঁর পরিবারের জন্য একমাসের খাদ্য সামগ্রী ব্যবস্থা করেছি, আমাদের পরিকল্পনা রয়েছে মুর্শিদা খাতুনসহ উপকূলের অসংখ্য বাঘবিধবার জন্য টেকসই কর্মসংস্থানের ব্যবস্থা করার। এই বিষয়ে খুলনা অঞ্চলের স্বেচ্ছাসেবী সংগঠন 'আইসিডি'র সাথে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে। সংগঠনটি আমাদের গিফট ফর গুড' এর ভলেন্টিয়ার পার্টনার হিসেবে কাজ করবে।
বাঘবিধবা মুর্শিদা খাতুন পরিবারের বাজার হিসেবে ৫০ কেজি চাল, ৫ কেজি ডাল, ৫ কেজি তেল, ১০ কেজি আলু, ৫ কেজি পেঁয়াজ, ২ কেজি রসুন, ৫০০ গ্রাম হলুদ, ১ কেজি কাঁচাঝাল, ৫০০ গ্রাম শুকনা ঝাল, ২ কেজি লবন, ১ কেজি হুইল পাউডার, ৪ টা সাবান, ২৫০ গ্রাম জিরাসহ অন্যান্য সামগ্রী পেয়েছে।