সৌমেন মন্ডল, রাজশাহী ব্যুরোঃ
রাজশাহী বাঘা উপজেলাতে কয়েক মাসের ব্যাবধানে জনগনের মন জয় করে নিয়েছে মুঞ্জু হাসপাতাল।শুরু থেকে মিঠুর কুমার এর প্ররিচালনায় বিভিন্ন সমাজ সেবা মূলক কাজ করে যাচ্ছে এই প্রতিষ্ঠান।
শীতের সময় গরিব,খেটে খাওয়া, ছিন্নমূল জনগনের কম্বল বিতরন,বণ্যার সময় বাঘার বিভিন চরে গিয়ে খাদ্য সরবারাহ, এছাড়াও বিনা মূল্যে রক্ত পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা করানো হয় মাঝে মাঝে এই প্রতিষ্টানের পক্ষ থেকে।
এই বারে বাঘায় প্রথম কোন হাসপাতাল তাদের হাসপাতালে অপারেশন হওয়া রুগীদের বিনা খরচে বাড়ি পৌছে দিচ্ছে মুঞ্জু হাসপাতাল এর এম্বুলেন্স।
বাঘার জনগন বলছে এমন সেবা এর আগে কোনদিন বাঘার জনগন পাইনি।বাঘাতে নামে বেনামে অনেক ক্লিনিক ও ডায়াগনেস্টিক সেন্টার থাকলেও এরাই প্রথম এমন সেবা প্রদান করছে।
এ বিষয়ে প্যানেল মেয়র পিন্টু বলেন, মিঠুন বাঘার ছেলে, তার দ্বারা জনগনের উপকার হয়, আমি বিভিন্ন সময় রোগীর বিষয়ে কল করে বলে দিলে মিঠুন কুমার রোগীদের বিল কমিয়ে দেয় দেখেছি।
এবার ওদের এ্যম্বুলেন্স সেবার কথা শুনলাম, সত্যিই আমি মুগ্ধ।
এই বিষয়ে বাঘা ব্লাড ব্যাংক এর পরিচালক মাসুদ হাসান বলেন এক কথাই মুঞ্জু হাসপাতাল অসাধানর কাজ করে যাচ্ছে দিনের পর দিন।তাদের জনসেবা মুলক কাজ গুলো আমার ভালো লাগে।তাদের সাথে আমি অনেক পোগ্রাম করেছি, তারা জনগনের জন্য চিন্তা করে তারা অল্প খরচে বিভিন্ন চিকিংসা সেবা দিয়ে আসচ্ছে শুরু থেকে। গত কয়েক মাসে তারা বাঘার জনগনের মনে জায়গা করে নিয়েছে তাদের সেবার মাধ্যমে।আর সর্বশেষ তারা বিনা মূল্যে এম্বুলেন্স সেবা প্রদান করে রোগীসহ সবার আস্তা ও মন জয় করেছে।
বাঘা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি সুজিত কুমার পান্ডে বাকু বলেন শুরু থেকে দেখে আসছি মুঞ্জু হাসপাতাল অসহায় গরিবদের কথা চিন্তা করে আসছে।অনেকে বিনামূল্যে চিকিংসা সেবা দেন এই প্রতিষ্ঠান।আর সম্প্রতি এমন সেবা যা ইতিপূর্বে কেউ করেনি। এই প্রতিষ্ঠান করে আবারও দেখিয়ে দিল তার অন্য প্রতিষ্টান থেকে আলাদা।তারা ব্যাবসা নয় সেবা দিতেই এসেছে।
বাঘা বলিহার গ্রামের সুকান্ত সরকার বলেন আমি আমার ছোট বোনের সিজার করতে গিয়েছিলাম মুঞ্জু হাসপাতালে। আমি ওদের সেবাই মুগ্ধ, সেখানকার নার্সদের ব্যাবহার খুব ভালো এবং অন্যদের তুলনাই তাদের সেবা হিসাবে খরচ টাও কম। আমি মুঞ্জু হাসপাতাল এর উন্নতি কামনা করি।
এ বিষয়ে মুঞ্জ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এবং হাসপাতাল এর পরিচালক মিঠুন কুমার বলেন আমি বাঘার ছেলে, এখানে জন্ম, আমি ছোট থেকেই চাই বাঘার জনগনের জন্য কিছু করতে। সেই চাওয়া থেকে আজ এই প্রতিষ্ঠান এর মাধ্যমে জনগনের জন্য কিছু সেবা মুলক কাজ করতে চেষ্ঠা করছি মাত্র।
বাঘাই অনেক মানুষের বসবাস। এখানে অনেক পরিবার নিম্ন আয়ের।এদের কথা চিন্তা করে আমি ব্যতিক্রম কিছু করার চেষ্ঠা করছি।ভবিষৎ এ আরও কিছু করার ইচ্ছে আছে।
মুঞ্জু হাসপাতাল, বাঘা, রাজশাহী তে অপারেশন হওয়া রোগীদের
বাড়ি পৌঁছে দিতে নিজস্ব এম্বুলেন্স ফ্রি সুবিধা।