মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
সুন্দরবনের বাঘ সংরক্ষণ প্রচারের জন্য ‘গল্প বলা’র উদ্যোগ চালু করেছেন ওয়াইল্ড টিম।শুক্রবার মোংলার চিলা ইউনিয়নের জয়মনির ঘোলে ওয়াইল্ড লাইফ কনজারভেশন বায়োলজি সেন্টারে ‘গল্প বলা’র এ উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না।
ওয়াইল্ড টিম মুলত সুন্দরবন সংলগ্ন এলাকায় বন্যপ্রাণী ও আবাসস্থল সংরক্ষণে কাজ করে থাকেন। সম্প্রতি তাদের চলমান কাজের অংশ হিসেবে একটি নতুন গল্প বলার কার্যক্রম চালু করেছেন। এই উদ্যোগটি পরিবেশ সুরক্ষা ও বাঘ সম্পর্কে সচেতনতা বদ্ধিৃতে কার্যকর ভূমিকা পালন করবে বলে মনে করেন সংস্থাটি। বিভিন্ন ধরণের ছবি, ভিডিও ও বাস্তব অভিজ্ঞতা তুলে ধরার মাধ্যমে প্রাকৃতিক বাস্তুতন্ত্র সংরক্ষণ এবং আইকনিক রয়েল বেঙ্গল টাইগারের সুরক্ষার গুরুত্ব বুঝানো হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন ওয়াইল্ড টিমের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রফেসর ড. মোঃ আনোয়ারুল ইসলাম, বনবিভাগের কর্মকর্তা অপু কুমার ঘোষ ও সংস্থাটির নির্বাহী সদস্য সুমাইয়া নাজনীন।
Leave a Reply