আবুল কালাম (ঢাকা) প্রতিনিধিঃ
হঠাৎ করে পিয়াজের দাম ঊর্ধ্বগতি হয়ে পড়েছে বর্তমানে পিয়াজের কেজি ৭৫ টাকা করে বিক্রয় করা হচ্ছে।
ইহাতে বাজারের দোকানদারদের সাথে সাধারণ কাস্টমারদের সাথে তর্ক বিতর্ক হতে দেখা
যাচ্ছে।
মনিটরিং করার কথা থাকা সত্ত্বও সঠিকভাবে কোন মনিটরিং হচ্ছে বলে চোখে পড়ছে না, বাজার মনিটরিং এর কথা শুধু টিভির পর্দায় শুনে আসছি বাস্তবতা খুবই কম দেখেছি।
তারপরেও প্রতি দিন কাঁচা বাজার হইতে সবকিছুর দাম ঊর্ধ্বগতিতে চলছে, করোনার পর থেকে মানুষ বর্তমানে হাহাকারের ভিতরে আছে তারপরও যদি বাজারে সবকিছু ঊর্ধ্বগতি হয় তাহলে সাধারন মানুষের ভোগের আর সীমা থাকবেনা।
তাই জনসাধারণ মনে করে শীত মৌসুমে বাজার সঠিকভাবে মনিটরিং করা উচিৎ ভলে তাদের ধারণা।