জাকির হোসেন সুমন সিলেট ব্যুরোঃ
হবিগঞ্জে জেলার বানিয়াচং থেকে ১ হাজার পিস ইয়াবাসহ মো. আবিদুর রহমান (৩০) নামের এক পেশাদার শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। গ্রেপ্তারকৃত ওই ব্যক্তি বানিয়াচং উপজেলার খাগাউড়া গ্রামের মো. আখিকুর রহমানের ছেলে। বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেলে র্যাব-৯ সিলেটের এএসপি সোমেন মজুমদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সংবাদকর্মীদের। তিনি বলেন, বুধবার (২৮ জুলাই) বিকেল ৪ টার দিকে উপজেলার ৮নং খাগাউড়া ইউনিয়নের উজিরপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও বলেন,পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামি কে বানিয়াচং থানায় হস্তান্তর করা হয়েছে।