বান্দরবানের লামায় জয়িতা সংবর্ধণা পেলেন সঞ্জু রানী
আকাশ মার্মা মংসিং বান্দরবান জেলা প্রতিনিধিঃ
বান্দরবানের লামা উপজেলার জয়িতা সংবর্ধনা পেলেন স্বামী হারা গৃহবধূ সঞ্জু রানী দে। আজ ৯ ডিসেম্বর বুধবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিনের সভাপতিত্বে পরিষদ সভাকক্ষে আয়োজিত সংবর্ধনাউপজেলা পরিষদ চেয়ারম্যানের একান্ত সহকারী কামরুল হাসান পলাশের সঞ্চালনায় আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিবৃন্দ জয়িতার পক্ষে হালিমা হোসাইনের হাতে ক্রেষ্ট তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন। এতে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কি রাণী দাশ, সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ হোছাইন বিশেষ অতিথি ছিলেন। ।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় তাকে সফল জননী হিসেবে এ সংবর্ধনা দেয়া হয়।
Leave a Reply