বান্দরবানে গনতন্ত্র হত্যা দিবস পালিত
আকাশ মার্মা মংসিং বান্দরবানঃ
বান্দরবান জেলা শহরে ৩০ ডিসেম্বর গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩০ ডিসেম্বর বুধবার সকালে বান্দরবান বাজার সংলগ্ন জাতীয়বাদী দল বিএনপি কার্যালয়ে সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশকালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সাচিং প্রু জেরী, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দীন চৌধুরী, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম, সিনিয়র সদস্য জাহাঙ্গীর আলম, মুজিবুর রশিদ, জেলা যুবদলের সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক শিমুল দাস, জেলা জিয়া সাইবার পোষ্টের সদস্য সচিব ওমর ফারুক জিহাদ ও গণ্যব্যক্তি নেতা সহ প্রমুখ। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র সভাপতি অধ্যাপক ওসমান গনির সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে পালিত।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বাংলার মাটিতে ষড়যন্ত্র করে ৩০ লক্ষ শহীদদের মাটিতে ষড়যন্ত্রের পাঁয়তারা করছে তাদের সকল চক্রান্ত দুমড়ে মুছে দিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তবেই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা পাবে। তাই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে বিএনপির সকল নেতাকর্মীকে একত্রিত হয়ে দেশ সেবায় কাজ করে যাওয়ার আহ্বান জানান।