বিকল্প সেতু দিয়ে চালু হয়েছে রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ
।।মাহাদী বিন সুলতান।।
আজ থেকে ইস্পাতের তৈরী বিকল্প বেইলি ব্রীজ দিয়ে চালু হয়েছে রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ।
রাঙামাটির কুতুকছড়ি ব্রীজ ধ্বসের দীর্ঘ ১৩দিন পর ৩৪ ইঞ্জিনিয়ার কন্সট্রাকশন ব্রিগেড পরিচালিত ২০ইসিবি কর্তৃক নির্মাণ এই সেতু দিয়ে ৫টন ওজনের পণ্য বা যাত্রী পরিবহণ করা সম্ভব হবে এমনটাই জানিয়েছেন সেনাবাহিনী।
বিকল্প এই সেতু দিয়ে চলাচল করতে পেরে পরিবহণ চালক, ব্যবসায়ীসহ যাত্রী সাধারণ সেনাবাহিনী ও সড়ক বিভাগের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে।
আগামী ১সপ্তাহের মধ্যে ধ্বসে পড়া সেতুটি সচল হবে। এবং তদস্থলে গার্ডার ব্রীজ নির্মাণ প্রকল্প পাঁশ হয়েছে। বাকি পক্রিয়া শেষ হলেই কাজ শুরু হবে বলে জানালেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহে আরেফীন।